IQNA

‘আইএসআইএল সৃষ্টির জন্য আমেরিকার বিচার করতে হবে’

4:50 - November 17, 2015
সংবাদ: 3453440
আন্তর্জাতিক ডেস্ক : আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টির জন্য আমেরিকাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে।


বার্তা সংস্থা ইকনা : ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সৃষ্টির জন্য আমেরিকাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। একইসঙ্গে তিনি ফ্রান্স ও লেবাননে সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন।

আয়াতুল্লাহ সাদেক লারিজানি বলেন, মার্কিন নেতাদেরকে শুধু তিরস্কার করলেই চলবে না বরং সন্ত্রাসী গোষ্ঠী এবং দায়েশ সৃষ্টির জন্য তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। ইরানের বিচার বিভাগের প্রধান বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জন্য পশ্চিমা দেশগুলোকে বিশেষ করে আমেরিকা ও মধ্যপ্রাচ্য অঞ্চলের যেসব দেশ দায়েশকে সমর্থন দিয়েছে তাদের প্রত্যেককে এর দায় নিতে হবে।

তিনি দায়েশ, আল-কায়েদা এবং অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দেয়ার জন্য পশ্চিমা দেশ ও তাদের আঞ্চলিক প্রতিক্রিয়াশীল মিত্রদের কঠোর সমালোচনা করেন। সব সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দেয়া বন্ধ করতে আমেরিকা ও তার মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান ইরানের বিচার বিভাগের প্রধান। এছাড়া, এসব সন্ত্রাসী তাদের জন্য হিতে বিপরীত হবে বলেও সতর্ক করেন তিনি।#

সূত্র : আইআরআইবি

captcha