বার্তা সংস্থা ইকনা: তিউনিসিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃত নারীরা স্বীকার করেছে তারা পলাতক সন্ত্রাসী ‘কামাল রাযেকে’র বক্তৃতা প্রচার করেছে।
তিউনিসিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ‘আল হাররা’ টেলিভিশন চ্যানেল গুরুত্বারোপ করেছে: গ্রেফতারকৃত নারীরা পূর্বে ‘আনসার আল শারিয়া’ নামে প্রসিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীতে লিপ্ত ছিল।
তারা স্বীকার করেছে, বর্তমানে তারা ‘জানদুল খালাফা’ নামক সন্ত্রাসী গোষ্ঠীর সাথে লিপ্ত রয়েছে।
বলাবাহুল্য, মার্চ ও জুলাই মাসে তিউনিসিয়ায় রাজধানীতে সন্ত্রাসীদের হামলায় ৬০ জন বিদেশী পর্যটক নিহত হয়েছে।
3453766