বাংলাদেশের বিভিন্ন শহর ও গ্রামে এপর্যন্ত ৩০টি মসজিদ ও ৩টি কুরআন প্রশিক্ষণ কেন্দ্রর নির্মাণ কাজ শেষ হয়েছে। বর্তমানে এ সকল মসজিদ ও প্রশিক্ষণ কেন্দ্রের স্পিকার, এয়ার কন্ডিশনার, পবিত্র কুরআন সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থ এবং প্রয়োজনীয় আসবাবপত্র সংগ্রহ করা হচ্ছে। এ সকল সরঞ্জামের কাজ শেষ হলে কাতার দাতব্য কেন্দ্রের পক্ষ থেকে নির্মাণাধীন প্রতিষ্ঠান সমূহ বাংলাদেশী কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে।
আশাকরা যাচ্ছে, ২ লাখের অধিক মুসলমানেরা এ সকল প্রতিষ্ঠান ব্যবহার করে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবে।
বিগত দশ মাসের মধ্যে এসকল মসজিদ ও কুরআন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং চলতি বছরের শেষের মধ্যে অথবা আগামী বছরের প্রথম কয়েক মাসের মধ্যে অবশিষ্ট মসজিদ ও কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ হবে।
3454024