IQNA

সৌদি আরবে ভুল প্রিন্টকৃত কুরআন শরিফের সন্ধান

23:14 - November 19, 2015
সংবাদ: 3454617
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি সৌদি আরবে ভুল প্রিন্টকৃত কুরআন শরিফের সন্ধান পাওয়া গিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবে ভুল প্রিন্টকৃত কুরআন শরিফের সন্ধান পাওয়া গিয়েছে। ভুল প্রিন্টকৃত কুরআন শরিফে কোন প্রকাশনালয়ের নাম উল্লেখ নেই।


সূরা নিসা’র ৬৭ নং আয়াতে «وَإِذًا لَّآتَیْنَاهُم مِّن لَّدُنَّا أَجْرًا عَظِیمًا ভুল প্রিন্ট করা হয়েছে। উক্ত আয়াতের ‘َإِذًا’ স্থানে َإِذ অর্থাৎ ‘ا’ (আলিফ) এবং ‘ ً ’ (তানভীন) ব্যতীত লেখা হয়ে এবং এ ভুলের ফলে আয়াতের মানেরও পরিবর্তন হচ্ছে। এছাড়াও أتیناهم শব্দে তা’য়রিফ الف ব্যক্ত করা হয়েছে।
সৌদি আরবের আরবি শিক্ষক ‘আব্দুল্লাহ নুরু’ প্রথম বারের মত এ ভুল ধরেন। তিনি এ ব্যাপারে বলেন: এসকল ভুল প্রিন্টকৃত কুরআন শরিফ সৌদি আরবের ‘রাবিগ’ নামক শহরের মসজিদে ছিল এবং দীর্ঘদিন যাবত মসজিদের ইমাম ও নামাজী ব্যক্তিরা এ ভুল ধরতে পারেনি।
তিনি আরও বলেন: প্রিন্টকৃত কুরআন শরিফে কোন প্রকার ভুল থাকা ঠিক নয়। প্রতিটি প্রকাশনালয়ের উচিত কুরআন শরিফ প্রিন্ট করার পূর্বে তা ভালোভাবে পরিদর্শন করা। এই ভুল প্রিন্টকৃত কুরআন শরীফ যারা প্রিন্ট করেছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত এবং এসকল কুরআন শরিফ জব্দ করার প্রয়োজন রয়েছে।
সৌদি আরবের ‘মালিক আব্দুল আজিজ’ বিমান বন্দরের প্রকাশনা বিভাগের পরিচালক ‘আব্দুল খালেক আল যাহরানী’ বলেন: কাস্টমস অফিসে যে সকল কুরআন শরিফ জব্দ করা হয়েছে, সেগুলোর মধ্যে কিছু কুরআন শরিফের পাণ্ডুলিপি সঠিক ভাবে এডিট না করেই সৌদি আরবের বিভিন্ন বাজারে প্রবেশ করানো হয়েছে।
3454304

captcha