বার্তা সংস্থা ইকনা: প্যারিসে সন্ত্রাসী হামলার দুই দিন পরে আমেরিকার টেক্সাস রাজ্যের ‘ফালাগরভীল’ শহরের ইসলামিক কেন্দ্র ও মসজিদে হামলা চালিয়েছে ইসলাম বিদ্বেষীরা।
টেক্সাসের মসজিদের এক কর্মকর্তা ফজরের নামাজের জন্য মসজিদে প্রবেশ করার সময় দেখতে পায় যে, মসজিদের সদর দরজার সামনে পবিত্র কুরআনের পৃষ্ঠা ছিঁড়ে ফেলে রেখেছে ইসলাম বিদ্বেষীরা।
টেক্সাস পুলিশ জানিয়েছে, এ ঘটনার জন্য তদন্ত শুরু করা হয়েছে এবং সংবেদনশীল স্থানে পুলিশই টহল বৃদ্ধি করেছে।
এমন পরিস্থিতিতে মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য ফালাগরভীল শহরের অধিবাসী জ্যাক সাওয়ানসিন নিজের সঞ্চিত সকল অর্থ মসজিদে দান করেছে।
জ্যাক সাওয়ানসিন’র মা লারা বলেন: ইসলাম বিদ্বেষী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত এবং তাদের কাজ অতি বিরক্তিকর ও লজ্জাজনক।
তিনি আরও বলেন, জ্যাক সাওয়ানসিন যখন শুনলো তার মসজিদে হামলা করা হয়েছে, তখন থেকে সে এ মসজিদে সাহায্য করার চেষ্টা করছে।
অবশেষে সে নিজের সঞ্চিত ২০ ডলার হাতে নিয়ে মসজিদে এসে নিজে এ অর্থ মসজিদে দান করে।
মসজিদ কর্তৃপক্ষ এই শিশুর অনুদানকে সদরে গ্রহণ করে বলেন: জ্যাকের এই পদক্ষেপ আমাদের নিকট অতি গুরুত্বপূর্ণ এবং তার এ পদক্ষেপের জন্য আমরা তাকে ও তার মা’কে ধন্যবাদ জানাচ্ছি।
মসজিদের কর্তৃপক্ষ নাইম বলেন: জ্যাক দীর্ঘ দিন ধরে এই বিশ ডলার সঞ্চয় করেছে এবং তার সঞ্চিত পুরো অর্থই মসজিদে দান করেছে। তার এ অনুদান আমাদের সকলের নিকট অতি মূল্যবান।
3455124