IQNA

সাম্রাজ্যবাদীরা সন্ত্রাস বিরোধী যুদ্ধে আন্তরিক না: রাহবার

22:53 - November 23, 2015
সংবাদ: 3456310
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবের রাহবার ও দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন যে, আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সন্ত্রাসবাদের বিরুদ্ধে কখনো আন্তরিক ছিল না। বরং তারা গোপনে ওহাবি ও তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে আসছে।

বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ সোমবার তেহরানে অনুষ্ঠিত গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্য সফররত নাইজেরিয়ার প্রেসিডেন্টের সাথে সাক্ষাতকালে বলেন: দায়েশ ও আইএসআইএল'র মত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশের পৃষ্ঠপোষকতায় জন্মলাভ করেছে। পশ্চিমারা এ সব জঙ্গি গোষ্ঠীগুলো তৈরি করে ইসলাম ও মুসলমানদের সন্ত্রাসী হিসেবে তুলে ধরতে চায়। তাই দায়েশ ও আমেরিকা মুদ্রার এপিট-ওপিট।
তিনি বলেন: পশ্চিমা দেশগুলো আইএসআইএলকে ধ্বংসের সে সব কথা বলছে, তা মিথ্যাচার ছাড়া কিছুই না। বরং তারা এ মিথ্যাচারের মাধ্যমে বিশ্বকে ধোঁকা দিতে চায়।
তিনি ওহাবি-তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সৃষ্টিতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কড়া সমালোচনাও করে বলেন: মুসলিম দেশগুলোকে ওহাবি-তাকফিরি সন্ত্রাসীদের দমনে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে।
এ সাক্ষাত অনুষ্ঠানে নাইজেরিয়ার প্রেসিডেন্ট ইসলামী প্রজাতন্ত্র ইরানের সাথে সম্পর্ক উন্নয়নে তার দেশের গভীর আগ্রহের কথা জানান।
3456070

captcha