IQNA

স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী গাজায় যুদ্ধকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন

0:01 - August 04, 2025
সংবাদ: 3477821
ইকনা- স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী এক বক্তব্যে ঘোষণা করেছেন যে, গাজায় ইসরায়েলের ভয়াবহ অপরাধগুলো গণহত্যার বৈশিষ্ট্য বহন করে।
ইকনা বার্তা সংস্থা কুদস প্রেসের বরাতে জানিয়েছে, স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী জন স্উইনি গাজায় ঘটমান ঘটনাবলির প্রতি স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়ে বলেন: এটা পুরোপুরি স্পষ্ট যে, ফিলিস্তিনে একটি গণহত্যা সংঘটিত হচ্ছে এবং এতে আর কোনো অস্বীকারের অবকাশ নেই।
এডিনবরায় ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের দ্বারা বারবার বাধাগ্রস্ত হওয়া সত্ত্বেও স্উইনি সাংবাদিকদের বলেন: আমি এমন সব ভয়াবহ অপরাধের প্রতিবেদন দেখেছি যেগুলো গণহত্যার বৈশিষ্ট্য রাখে। আমি প্রকাশ্যেই এই মত প্রকাশ করেছি, যদিও তা সবার কানে না পৌঁছালেও—এটাই আমার প্রকৃত অনুভূতি।
এই মন্তব্যগুলো এমন এক সময়ে এসেছে, যখন অনুমান করা হচ্ছে যে, গাজায় ইহুদিবাদী সরকারের সামরিক আগ্রাসনের ফলে ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন; এই সংখ্যা স্কটল্যান্ডের একটি মধ্যম আকারের শহর যেমন পার্থ বা ইনভারনেসের মোট জনসংখ্যার চেয়েও বেশি।
সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাজ্যের স্থানীয় সরকারগুলো জনগণের তীব্র চাপের মুখে পড়েছে যাতে তারা অস্ত্রশিল্পের সঙ্গে সহযোগিতা বন্ধ করে। স্কটল্যান্ড অতীতেও ফিলিস্তিন প্রশ্নে লন্ডনের নীতির বিপরীতে অবস্থান নিয়েছিল। ২০১৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী নিকোলা স্টারজিয়ন ইসরায়েলকে সামরিক সরঞ্জাম বিক্রি করে এমন কোম্পানিগুলোর বয়কটের আহ্বান জানিয়েছিলেন। এখন জন স্উইনি গাজায় ঘটমান ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে স্পষ্টভাবে আখ্যা দেওয়ায় স্কটল্যান্ডের স্থানীয় সরকার ও যুক্তরাজ্য সরকারের মধ্যকার ব্যবধান আবারও সুস্পষ্ট হয়ে উঠেছে।
স্কটল্যান্ড সরকার দ্বারা ইসরায়েলে অস্ত্র রপ্তানি করে এমন কোম্পানিগুলোর অর্থায়ন সম্পর্কিত একটি প্রশ্নের জবাবে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন: আমরা বিনা দ্বিধায় প্রয়োজনীয় ও পূর্ণাঙ্গ তদন্ত করব। 4298016#
 
captcha