জিনান নাবিল মুহাম্মদ নওফেল নামের এই হাফেজা কুরআন ফিলিস্তিনের প্রতিনিধি হিসেবে ৬৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মালয়েশিয়াতে অংশ নিচ্ছেন।
জিনান হিফজ বিভাগে অংশগ্রহণকারী আটজনের একজন, যিনি গতকাল কুয়ালালামপুরের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে (WTCKL) চলমান ৬৫তম আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।
জিনান, যার বয়স ২৪ বছর এবং একজন ছাত্রী, বলেন যে মালয়েশিয়ার এই আন্তর্জাতিক প্রতিযোগিতা তার জীবনের প্রথম আন্তর্জাতিক অংশগ্রহণ।
তিনি আরও জানান, তিনি কুদস শহর থেকে প্রায় ২০ কিমি দূরে অবস্থিত ক্বালকিলিয়ার "নূরুত তাজবিদ ও তাহফিযুল কুরআন" স্কুলে পড়াশোনা করেন এবং প্রতিদিন নিয়মিত পাঁচ থেকে দশ পারা কুরআন পুনরাবৃত্তি করেন।
পাঁচ ভাইবোনের মধ্যে জিনান সবচেয়ে ছোট। তিনি বলেন, “আমি ছোটবেলা থেকেই কুরআন মুখস্থ করা শুরু করি, যাতে আমার বাবা-মা আমার ওপর গর্ববোধ করতে পারেন।”
৬৫তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১১ আগস্ট গাম্বিয়া ও মরক্কোর প্রতিনিধিদের পরিবেশনার মধ্য দিয়ে কুয়ালালামপুর বিশ্ব বাণিজ্য কেন্দ্রে শুরু হয়েছে।
এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, ধর্মবিষয়ক মন্ত্রী মুহাম্মদ নাঈম মুখতার, স্বাস্থ্যমন্ত্রী জুলকিফলি আহমদ এবং সরকারের প্রধান সচিব শামসুল আজহারি আবু বকর।
ইরানি ক্বারি মোহসেন কাসেমি এই প্রতিযোগিতায় ইরানের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন, যাকে কুরআন হাফেজ ও ক্বারিদের আমন্ত্রণ ও প্রেরণ কমিটির পক্ষ থেকে মনোনীত করা হয়েছে।
এছাড়াও ইরানের বর্ষীয়ান ও খ্যাতনামা কুরআন শিক্ষক গোলামরেজা শাহ-মিওয়া এসফাহানি বিচারক দলেও রয়েছেন।
এই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা ১৮ আগস্ট পর্যন্ত চলবে। এবারের প্রতিযোগিতার স্লোগান হলো: "একটি সভ্য জাতি গঠন", যেখানে ৪৯টি দেশের ৭১ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।4298398#