বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, দায়েশ নামে ইসলামের ঝাণ্ডা হাতে নিয়ে যে সন্ত্রাসবাদ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়েছে তা কোনো সাধারণ বিষয় নয়। ইসলামের শত্রুরা এই গোষ্ঠীকে সৃষ্টি করেছে এবং এখনও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। দায়েশের প্রতি মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশের সমর্থনে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, যেসব মুসলিম দেশ সত্যিকার অর্থে এই জঙ্গিবাদ নির্মূল করতে চায় তাদেরকে আলোচনা ও সমঝোতার মাধ্যমে এ ব্যাপারে উপায় খুঁজে বের করতে হবে।
ইরানের ইসলামি বিপ্লবের পরপরই আলজেরিয়া, ইরান ও সিরিয়াসহ আরো কয়েকটি দেশকে নিয়ে প্রতিরোধ ফ্রন্ট গঠনের কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার তল্পিবাহক কিছু দেশের কারণে ওই ফ্রন্টের কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল। কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণকারী দেশগুলোকে নিয়ে আবার সে ধরনের ফ্রন্ট গঠন করা যেতে পারে।
3456543