IQNA

ক্রন্দনরত শিশু শান্ত হয় কুরআন তেলাওয়াতের শব্দে + ভিডিও

23:48 - November 24, 2015
সংবাদ: 3456759
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি ‘ইউটিউবে’ একটি ভিডিও প্রকাশ হয়েছে। এই ভিডিওটিতে একটি শিশুকে পবিত্র কুরআন তেলাওয়াতের শব্দ শুনে শান্ত হতে দেখা যায়।

বার্তা সংস্থা ইকনা: কোন কারণ ছাড়াই নবজাত শিশুদের ক্রন্দনের জন্য অনেক পিতা-মাতাই কষ্ট পেয়ে থাকে।
হয়তবা কোন কিছুর জন্য সে অস্থিরতা বোধ করছিল অথবা তার শরীরের কোন একটি অংশে সে ব্যথা অনুভব করে কিম্বা খুদার জন্য সে ক্রন্দন করে। কিন্তু নবজাত হওয়ার কারণে শিশুর কিধরণের সমস্যা হচ্ছে তা অতি শীঘ্রই বোঝা সম্ভব হয় না।
সম্প্রতি ‘ইউটিউবে’ একটি ভিডিও প্রকাশ হয়েছে। ভিডিওটিতে দেখা যায় ক্রন্দন করছে। কিন্তু তার পিতামাতা তার ক্রন্দন সম্পর্কে জানেনা।
যখন শিশুটি ক্রন্দন করল তখন তার পিতা মোবাইলে সংরক্ষিত কুরআন তেলাওয়াতের অডিও প্রচার করল এবং কুরআন তেলাওয়াতের শব্দ শুনে শিশুটি শান্ত হয়ে দ্রুত ঘুমিয়ে পড়ল।
এই ভিডিওটি ইউটিউবে প্রচারের কিছুক্ষণের মধ্যে ১২ হাজার পরিদর্শনকারীকে আকর্ষণ করেছে।
এই ভিডিওটিতে দেখা যায় শিশুটির পিতা আবু ইউসুফ আহমেদ আবু সা'দ পবিত্র কুরআনের সূরা ইউসুফের একাংশ প্রচার করে এবং পবিত্র কুরআনের তেলাওয়াত শুনে ক্রন্দনরত শিশুটি দ্রুত শান্ত হয়ে ঘুমিয়ে পড়ে।
3456455
 

captcha