IQNA

ইরাকি প্রেসিডেন্টের সাথে সর্বোচ্চ নেতার সাক্ষাত:

ইরাক বিভক্ত করার ব্যাপারে আমেরিকাকে কোন কথা বলার সুযোগ দেওয়া যাবে না

23:50 - November 24, 2015
সংবাদ: 3456760
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকি প্রেসিডেন্টের সাথে এক সাক্ষাতকারে সর্বোচ্চ নেতা বলেন: ‘ইরাক বিভক্ত করার ব্যাপারে আমেরিকাকে কোন কথা বলার সুযোগ দেওয়া যাবে না’।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের সাবেক শাসক সাদ্দামের পক্ষ থেকে ইরানের ওপর আট বছরের যুদ্ধ চাপিয়ে দেয়ার পরও প্রতিবেশী দু’টি দেশের জনগণের সম্পর্কে ফাটল ধরেনি। একথা বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
ইরান সফররত ইরাকের প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম আজ (মঙ্গলবার) তেহরানে সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ইরাকে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ বিরোধী লড়াইয়ে দেশটির সেনাবাহিনী ও গণবাহিনীর অগ্রাভিযানে সন্তোষ প্রকাশ করেন আয়াতুল্লাহ খামেনেয়ী।
ইরাকি জনগণের মধ্যে মতপার্থক্য উস্কে দেয়ার বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ইরাকে শিয়া, সুন্নি, কুর্দি ও আরবরা বহু শতাব্দি ধরে শান্তিপূর্ণ সহাবস্থান করে আসলেও দুঃখজনকভাবে এদের মধ্যকার তুচ্ছ মতপার্থক্যকে বড় করে তুলে ধরে দেশটিতে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়িয়ে দেয়ার চেষ্টা করছে সাম্রাজ্যবাদীরা। এ অপচেষ্টা রুখে দাঁড়াতে হবে।
সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে পেরে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম। ইরাকের জনগণ ও সরকার আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দিক-নিদের্শনাকে সম্মানের সঙ্গে গ্রহণ করে জানিয়ে তিনি বলেন, ইরাকে ঐক্য বজায় রাখার যে আহ্বান সর্বোচ্চ নেতা জানিয়েছেন তা ইরাকের জনগণের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।
3456457
 

captcha