IQNA

ফিলিস্তিনি মুসলমানদের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে

23:40 - November 25, 2015
সংবাদ: 3457210
রাজনীতি বিভাগ: ইরানের ইসলামী বিপ্লবের রাহবার ও দেশটির সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, দখলদার ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনি মুসলমানদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের সমর্থন অব্যাহত থাকবে।

হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী আজ বুধবার তেহরানে ইরানের স্বেচ্ছাসেবী গণবাহিনী সপ্তাহ উপলক্ষে এ বাহিনীর সিনিয়র কর্মান্ডারদের উদ্দেশ্য বক্তৃতাকালে বলেন: ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনীর নির্দেশে স্বেচ্ছাসেবী গণবাহিনী গঠিত হয়েছিল। এ বাহিনীর নজিরবিহিন ত্যাগ ও সাহসিকতার কারণে ইরানের উপর স্বৈরাচারী সাদ্দামের চাপিয়ে দেয়া আট বছরের প্রতিরক্ষা যুদ্ধে আমরা চুড়ান্ত বিজয় অর্জনে সক্ষম হয়েছিলাম। দেশের বিভিন্ন ক্ষেত্রে বাসিজ বা গণবাহিনীর সক্রিয় উপস্থিতির কারণে সাম্রাজ্যবাদিরা ইরানের উপর সামরিক আগ্রাসনের সাহস পাচ্ছে না।তিনি বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান সব সময় জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার। বিশ্বের যে কোন অঞ্চলে জালিম ও আগ্রাসীদের বিরুদ্ধে মজলুম ও অসহায়দের সংগ্রামে আমরা মজলুমদের পাশে থাকবো।

তিনি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনী মুসলমানদের সংগ্রামের কথা উল্লেখ করে বলেন: ফিলিস্তিনি মুসলমানরা ইট ও পাথর নিয়ে দখলদার আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ করছে। কিন্তু সাম্রাজ্যবাদিদের প্রচার মাধ্যমে আগ্রাসী ইসরাইলের আসল চেহারাকে আড়াল করে অসহায় ফিলিস্তিনিদের সন্ত্রাসী হিসেবে প্রচার করছে।

captcha