IQNA

মিনা দুর্ঘটনায় নিখোঁজ ইরানি কূটনীতিবিদের মৃতদেহ শনাক্ত

23:44 - November 25, 2015
সংবাদ: 3457212
আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরে হজে মিনা দুর্ঘটনায় নিখোঁজ ইরানি কূটনীতিক গাজানফার রোকনাবাদির মৃতদেহ সনাক্ত করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিনা দুর্ঘটনার প্রায় ৬০ দিন অতিবাহিত হওয়ার পর কূটনীতিক গাজানফার রোকনাবাদির মৃতদেহ সনাক্ত করা হয়েছে।
এতদিন তার নিখোঁজের ব্যাপারে অনেকে সন্দেহ পোষণ করেছেন। তবে আজকে লেবাননে ইরানের সাবেক রাষ্ট্রদূত গাজানফার রোকনাবাদির মৃতদেহ সনাক্ত করা হয়েছে।
কিছুদিন পূর্বে গাজানফার রোকনাবাদির ভাই ও বোন DNA টেস্টের জন্য সৌদি আরবে গিয়েছেন। এবং এ পরীক্ষার মাধ্যমে ইরানি কূটনীতিবিদ রোকনাবাদির মৃতদেহ সনাক্ত করা হয়।
প্রতিবেদন অনুযায়ী, আগামীকাল ২৬শে নভেম্বর সকালে মিনা দুর্ঘটনায় নিহত রোকনাবাদির মৃতদেহ ইরানে স্থানান্তর করা হবে।
গাজানফার রোকনাবাদি ১৩৪৫ (ফার্সি) সালে ইরানের পবিত্র নগরী কোমে ভূমিষ্ঠ হন। ১৩৮৯ থেকে ১৩৯৩ সাল পর্যন্ত লেবাননে ইরানের রাষ্ট্রদূত হিসেবে কর্তব্যরত ছিলেন।
3457101
 

captcha