বার্তা সংস্থা ইকনা : বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় শিয়া মুসলমানদের একটি মসজিদে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে মসজিদটির মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) নিহত হয়েছেন। এসময় ইমামসহ চার মুসল্লি আহত হয়েছেন।
মসজিদের অস্থায়ী ইমাম মাওলানা মোজাফফর হোসেন রেডিও তেহরানকে জানান, শিবগঞ্জের আটমুল ইউনিয়নের আল মোস্তফা জামে মসজিদ থেকে মুসল্লিরা আজ (বৃহস্পতিবার) মাগরিবের নামাজ শেষে বের হওয়ার সময় দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় গুলিবিদ্ধ হন মসজিদের ইমাম উপজেলার চককানু মধ্যপাড়ার মৃত মজিবুর রহমানের ছেলে মাওলানা শাহীনুর রহমান (৩৫) এবং আলাদিপুরের খরু মন্ডলের ছেলে আবু তাহের (৫৫), আকতার হোসেন (৪৫) ও আফতাবউদ্দিন। এ সময় অন্যরা শুয়ে পড়ায় তারা অল্পের জন্য বেঁচে গেছেন। মসজিদে নামায আদায় করেন অন্তত ৪০ মুসল্লি।
বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবীব জানান, ৫/৬ দুর্বৃত্ত কিছু বুঝে উঠার আগেই মসজিদের ভেতরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে আফতাব ছাড়া অন্য তিনজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পৌঁছার পর মোয়াজ্জেম হোসেন মারা যান।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে পয়েন্ট টু টু বোরের সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। কারা এই হামলাটি চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
হামলার পরপরই দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকাবাসীদের মাঝে আতংক দেখা দেয়। এ ঘটনার পর ওই মসজিদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এর আগে গত মাসে পুরান ঢাকার হোসেনী দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার দুজন নিহত হয়েছিলেন। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
সূত্র : আইআরআইবি