IQNA

লন্ডনে পবিত্র কুরআনের অবমাননা / সামাজিক নেটওয়ার্কে ব্যাপক প্রতিবাদ

22:54 - November 26, 2015
সংবাদ: 3457368
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে ইসলাম বিদ্বেষীরা পবিত্র কুরআন শরিফের অবমাননা করেছে।

বার্তা সংস্থা ইকনা: লন্ডনে ইসলাম বিদ্বেষীদের একটি দল পবিত্র কুরআন শরিফের একাধিক পাণ্ডুলিপি ড্রেনে ফেলে এই পবিত্র গ্রন্থের অবমাননা করেছে।
ইসলাম বিদ্বেষীরা লন্ডনের ‘কুইন মেরী’ বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী একটি ড্রেনে এসকল পবিত্র কুরআন ফেলেছে।
মুসলমানদের পবিত্র গ্রন্থের অবমাননার ফলে সামাজিক নেটওয়ার্কে ব্যাপক প্রতিবাদ ঝড় উঠেছে।
বলাবাহুল্য, সম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসীদের হামলার ফলে বিশ্বব্যাপী ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম বৃদ্ধি পেয়েছে।
3455942
 

captcha