IQNA

তেহরানের জুমার খতিব;

ইসরাইলের সাহচর্য্যে আমিরিকা দেশের অভ্যান্তরে প্রভাব বিস্তার করতে চাচ্ছে

14:57 - November 27, 2015
সংবাদ: 3457433
আন্তর্জাতি ডেস্ক: তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, মানবতাবিরোধী ইসরাইলের সাহচর্য্য হয়ে আমিরিকা দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও নিরাপত্তা ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহহেদি কেরমানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সহযোগিতায় আমেরিকা ইরানের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা ক্ষেত্রে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। তিনি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজের খোতবায় বলেন, কোনো কোনো পশ্চিমা দেশ তেহরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার অজুহাতে এদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চায়। প্রতিরক্ষা খাতসহ সব ক্ষেত্রে ইরানের অগ্রযাত্রা ব্যাহত করাই তাদের উদ্দেশ্য।
তেহরানে সম্প্রতি গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলনের কথা উল্লেখ করে আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি বলেন, সম্মেলনে অংশগ্রহণকারী সব শীর্ষ নেতা ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ ছাড়া, তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে ইসলামি প্রজাতন্ত্র ইরানের দৃষ্টিভঙ্গি জানতে পেরেছেন। এসব বিষয় ছিল এই সম্মেলনের গুরুত্বপূর্ণ অর্জন।
মধ্যপ্রাচ্যে আমেরিকা, সৌদি আরব ও ইহুদিবাদী ইসরাইলের অপরাধযজ্ঞের প্রতি ইঙ্গিত করে তেহরানের জুমার নামাজের খতিব বলেন, ইরান সহিংসতা পরিহার করে রাজনৈতিক উপায়ে সব আঞ্চলিক সংকটের সমাধান করতে চায়। সিরিয়ায় সন্ত্রাসীরা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি। আয়াতুল্লাহ কেরমানি বলেন, সিরিয়ায় রুশ বিমান হামলা শুরু হওয়ার পর দেশটির সংকটময় পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে এবং প্রায় ১০ লাখ শরণার্থী তাদের ঘরবাড়িতে ফিরে গেছে।
সিরিয়ার আকাশে তুরস্কের বিমান বাহিনী একটি রুশ জঙ্গিবিমান ভূপাতিত করার পর সৃষ্ট উত্তেজনার কথা উল্লেখ করে তেহরানের জুমার নামাজের খতিব আঙ্কারা ও মস্কোকে ধৈর্য ধরার আহ্বান জানান।

3457425

 

captcha