IQNA

আল-আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক:

আয়াতুল কুরসী পবিত্র কুরআনের সবচেয়ে আকর্ষণীয় আয়াত

17:46 - November 27, 2015
সংবাদ: 3457457
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইনের অধ্যাপক বলেন: আয়াতুল কুরসী পবিত্র কুরআনের সবচেয়ে আকর্ষণীয় আয়াত। কারণ এ আয়াতের মধ্যে মহান আল্লাহর পরিপূর্ণতা, মাহাত্ম্য এবং সৌন্দর্যের বৈশিষ্ট্য রয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মিশরের স্যাটেলাইট নেটওয়ার্ক আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইনের অধ্যাপক আহমেদ কারিমা বলেন: পবিত্র কুরআনের সবচেয়ে আকর্ষণীয় আয়াত হচ্ছে আয়াতুল কুরসী, কারণ এ আয়াতের মধ্যে মহান আল্লাহর নাম উল্লেখ রয়েছে।
অধ্যাপক আহমেদ কারিমা আরও বলেন: আয়াতুল কুরসীতে “الله” ‘আল্লাহ’ শব্দটি এসেছে। ধর্মীয় কিছু ওলামা মনে করেন, আয়াতুল কুরসীর মধ্যে «الحی القیوم» “আল হাইয়ুল কাইয়ুম” মহান আল্লাহর নাম।
3457402

captcha