বার্তা সংস্থা ইকনা: কাতারে ‘ঈদুল ফিতর’ নামক দাতব্য প্রতিষ্ঠানের নারী বিভাগের সহযোগিতায় নারীদের জন্য ‘আল আতরাজি’ শিরোনামে কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
উক্ত দাতব্য প্রতিষ্ঠান ঘোষণা করেছে, ‘আল আতরাজি’ শিরোনামে কুরআন হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নারীদের নাম নিবন্ধন শুরু হয়েছে।
দাতব্য প্রতিষ্ঠানের নতুন সদর দপ্তরে সপ্তাহে দুই দিন ১৬টা থেকে ১৮টা পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
3457576