বার্তা সংস্থা ইকনা: ইমাম হোসেন (আ.)’র শাহাদাতের চেহলাম উপলক্ষে ইরানের বিভিন্ন ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে তেহরানে ইমাম খোমেনী (রহ.) হোসাইনিয়াতে শোকা মজলিশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক মজলিশে ইরানের বিখ্যাত বক্তা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন পানাহিয়ান ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাতের ঘটনা করুণ সুরে বর্ণনা করেছেন। এ সময় সর্বোচ্চ নেতাকেও কাঁদতে দেখা যায়। শোক মজলিশ শেষে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী’র ইমামতিতে শিক্ষার্থীরা জোহর ও আসরের নামজ আদায় করেন।
প্রায় চৌদ্দ'শ বছর আগে দশই মহররম ইরাকের কারবালায় বিশ্বনবী হযরত মোহাম্মদ (স.)'র প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন (আ.) ও তার ৭২ জন সঙ্গী সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেন। এ ঘটনা শুধু ইসলামি ইতিহাসেরই করুণ ঘটনা নয়,বিশ্ব ইতিহাসেরও সবচেয়ে মর্মান্তিক ঘটনা বলে মনে করা হয়। অন্যায়ের কাছে মাথানত না করার কারণেই সেদিন ইমাম হোসেন (আ.) শহীদ হন।
ইমাম হোসেন (আ.) ও তার সঙ্গীদের শাহাদাৎ দিবসের চল্লিশতম দিনে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে ওই শাহাদাতের চেহলাম বার্ষিকী উদযাপন করা হয়।
3459345