IQNA

নাইজেরিয়ায় শিয়া আলেমের বাড়ীতে হামলা + ছবি

23:48 - December 13, 2015
সংবাদ: 3462784
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় শিয়া আলেম শেখ ইব্রাহীম জাকজাকি’র বাড়ী হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ হামলার ফলে বেশ কয়েক জন আহত ও নিহত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ার সামরিক বাহিনী আজ (১৩ই ডিসেম্বর) সকালে সেদেশের শিয়া আন্দোলন সংস্থার প্রধান ইব্রাহীম জাকজাকি’র বাড়ী হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী জানিয়েছে, শিয়া নেতা ইব্রাহীম জাকজাকি’র বাড়ীতে সামরিক বাহিনী হামলা চালিয়ে তাকে গ্রেফতার করতে চাইলে স্বেচ্ছাসেবী জনগণ বাধা দেয়।
এ ঘটনার প্রতিবাদে নাইজেরিয়ার বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে দেশটির ধর্মপ্রিয় মুসলমানেরা।
নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে,সেদেশের একটি হুসাইনিয়া অতিক্রম করার সময় জাকজাকির অনুসারীরা, সেনাবাহিনীর প্রধান লে. জেনারেল তুকুর ইউসুফ বুরাতিয়ার গাড়ি বহর হামলা চালায়। তবে এব্যাপারটি প্রত্যাখ্যান করে প্রত্যক্ষদর্শী ও ইব্রাহীম জাকজাকি বলেন, কোন প্রকার সতর্কবাণী ছাড়াই নিরাপত্তা বাহিনী গুলিবর্ষণ করে।
প্রতিবেদন অনুযায়ী, শিয়া নেতার বাড়ী হামলার সময়ে তার উপদেষ্টা শেখ মাহমুদ মুহাম্মাদ তুরী ও ডাক্তার মুস্তাফা নিহত হয়েছেন
গতবছর বিশ্ব কুদস দিবসের পদযাত্রায় বন্দুকধারীর হামলায় অনেকই নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিয়া নেতা ইব্রাহীম জাকজাকি’র তিন ছেলে ছিল।
উল্লেখ্য হামলা চলাকালীন সময়ে ইব্রাহীম জাকজাকির বাড়ীতে বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় দেশটির সামরিক বাহিনী। এরফলে বাড়ির একাংশের ব্যাপক ক্ষতি হয়।
3462748

captcha