IQNA

নাইজেরিয়ায় শিয়া মুসলমানদের হোসাইনিয়া ধ্বংস করার পূর্বের দৃশ্য

23:14 - December 21, 2015
সংবাদ: 3467978
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার কাদুনা প্রদেশের জারিয়া শহরের বাকিয়াতুল্লাহ হোসাইনিয়াতে দীর্ঘদিন যাবত শান্তিপূর্ণভাবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছিল সেদেশের মুসলমানেরা। তবে সাম্প্রতিক সহিংসতার ফলে দেশটির সামরিক বাহিনী উক্ত হোসাইনিয়াটি সম্পূর্ণ ধ্বংস করে ফেলেছে।

বার্তা সংস্থা ইকনা: নাইজেরিয়ান ইসলামি আন্দোলনের অফিসিয়াল ওয়েবসাইটে জারিয়া শহরের বাকিয়াতুল্লাহ হোসাইনিয়ার বেশ কিছু ছবি পোষ্ট করেছে। বাকিয়াতুল্লাহ হোসাইনিয়ার ধ্বংস হওয়ার পূর্বের ছবি পোষ্ট করেছে ইসলামি আন্দোলনের অফিসিয়াল ওয়েবসাইট।
নাইজেরিয়ার ধর্মীয় নেতা আয়াতুল্লাহ জাকজাকিকে আটক ও বহু শিয়া মুসলমানকে হত্যার পর নাইজেরিয়ার সেনাবাহিনী বুলডোজার দিয়ে কাদুনা প্রদেশের জারিয়া শহরের বাকিয়াতুল্লাহ হোসাইনিয়া ধ্বংস করেছে।
নাইজেরিয়ার সামরিক বাহিনী অভিযোগ তুলেছে, শিয়া মুসলমানরা দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল টুকুর ইউসুফ বুরুতাইকে হত্যার ষড়যন্ত্র করেছিল। কিন্তু ‘ইসলামি মুভমেন্ট ইন নাইজেরিয়া’ তথা আইএমএন ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
3467881

captcha