বার্তা সংস্থা ইকনা: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে ২১শে ডিসেম্বর কাবুলে শিয়া ও সুন্নি আলেমদের উপস্থিতে "নবী (সা.) ঐক্যের বার্তাবাহক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারে শিয়া ও সুন্নী মাজহাবের আলেমগণ হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনী এবং ঐক্য প্রতিষ্ঠানের আলোকে বক্তৃতা পেশ করেন।
আহলে সুন্নতে মতানুশারে ১২ই রবিউল আওয়াল এবং শিয়াদের মতানুশারে ১৭ই রবিউল আওয়ালে দুনিয়ায় ভূমিষ্ঠ হন আমাদের প্রিয় নবী। ইরানের ইসলামী বিপ্লবের মহান প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) ১২ই রবিউল আওয়াল এবং ১৭ই রবিউল আওয়ালের মধ্যকার এক সপ্তাহকে ঐক্য সপ্তাহ নামকরণ করেছেন।
3468840