IQNA

মিশরের সাওয়া’র রেডিও জরিপ অনুযায়ী:

২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন “আয়াতুল্লাহ সিস্তানী”

17:51 - December 26, 2015
সংবাদ: 3469667
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের সাওয়া’র রেডিও এক জরিপ সম্পাদনার মাধ্যমে ২৪শে ডিসেম্বর ঘোষণা করেছে: ২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছেন, ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহিল উজমা সিস্তানী।

বার্তা সংস্থা ইকনা: ২০১৫ সালের প্রভাবশালী ব্যক্তি নির্বাচনের আলোকে এক জরিপের ফলাফল ঘোষণা করে মিশরের সাওয়া’র রেডিও জানিয়েছে: ১৭ থেকে ২৩শে ডিসেম্বরের মধ্যে সংগৃহীত এ জরিপে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহিল উজমা সিস্তানী ৫৪.১৩ শতাংশ রায় পেয়েছেন।
২০১৫ সালের প্রভাবশালী ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে ইরাকের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহিল উজমা সিস্তানীকে এক লাখ আঠারো হাজার জন ব্যক্তি রায় দিয়েছেন।
ইয়েমেনে জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালেক আল হুথি ২১.০১ শতাংশ রায় পেয়েছেন এবং তাকে ৪৫৮৬৬ জন ভোট দিয়েছেন।
বাহরাইনের জামিয়াতে মুসলেমিন ‘আল উফক’ দলের মহাসচিব, শেইখ আলী সালমান ১১.১৫ শতাংশ রায় পেয়েছেন।
বলাবাহুল্য সাওয়া রেডিও অনুষ্ঠানমালা মিশরে সম্প্রচার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই রেডিওর অনুষ্ঠানমালা পরিচালিত হয় এবং আমেরিকার কংগ্রেস এর ব্যয়ভার বহন করে।
২০০২ সালের ২৩শে মার্চ থেকে দিবা-রাত্রি AM 990 ফ্রিকোয়েন্সিতে সম্প্রচার হয়ে আসছে।
3469078

captcha