IQNA

নিউ ইয়র্কে পথচারীদের সামনে ‘পবিত্র কুরআনের প্রচ্ছদে ইঞ্জিল’ + ভিডিও

23:12 - December 26, 2015
সংবাদ: 3469681
আন্তর্জাতিক ডেস্ক: সম্প্রতি নেদারল্যান্ডের মুসলিম তরুণগণ ‘পবিত্র কুরআনের অভিজ্ঞতা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে দেখা গিয়েছে মুসলিম তরুণগণ পথচারীদের সম্মুখে পবিত্র কুরআনের প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করছে। নেদারল্যান্ডের তরুণদের এই ভিডিও দেখে আমেরিকান মুসলিম অভিনেতা ‘করিম মুতাওয়ালী’ অনুপ্রেরিত হয়ে নিউ ইয়র্কে পথচারীদের মধ্যে পবিত্র কুরআনের প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করেছেন।

বার্তা সংস্থা ইকনা: মুসলমান এবং পবিত্র কুরআনের প্রতি নেদারল্যান্ডের জনগণের ভুল ধারণ দুর করার জন্য সম্প্রতি নেদারল্যান্ডের মুসলিম তরুণগণ ‘পবিত্র কুরআনের অভিজ্ঞতা’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা গিয়েছে, নেদারল্যান্ডের বিভিন্ন শহরের পথচারীদের সম্মুখে পবিত্র কুরআনের  প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করছে মুসলিম তরুণগণ এবং পথচারীরা পবিত্র কুরআন পড়ে কোন কিছু বিবেচনা না করেই সমালোচনা শুরু করে। পরে যখন বুঝতে পারে যে, তারা যা পাঠ করেছে তা কুরআন নায়, বরং ইঞ্জিল পাঠ করেছেন, তখন তারা লজ্জিত হয় এবং তাদের ভ্রান্তি ধারণা দূর হয়।
নেদারল্যান্ডের তরুণদের এই ভিডিও দেখে আমেরিকান মুসলিম অভিনেতা করিম মুতাওয়ালী’ অনুপ্রেরিত হয়ে নিউ ইয়র্কে পথচারীদের মধ্যে পবিত্র কুরআনের  প্রচ্ছদে ইঞ্জিল উপস্থাপন করেছেন এবং পথচারীরা যা পড়েছেন সে সম্পর্কে তিনি মতামত ব্যক্ত করার কথা বলেন।
মুসলমান এবং পবিত্র কুরআনে প্রতি ইসলাম বিদ্বেষীদের নেতিবাচক মনোভাব রয়েছে। পবিত্র কুরআনের ইতিহাস এবং বিষয়বস্তু সম্পর্কে সাধারণ জনগণের কোন ধারণাই নেই। আর এ জন্য মিডিয়ার অপপ্রচারের ফলে মুসলমানদেরকে সন্ত্রাসী বলে অবিহিত করে।
এ কাজের মাধ্যমে করিম মুতাওয়ালী বুঝাতে চেয়েছেন, যদি জনগণের আসমানি গ্রন্থ ইঞ্জিলের ব্যাপারে কোন ধারণা না থাকে, তাহলে কি ঘটনা ঘটতে পারে।
যখন পথচারীরা ইঞ্জিলের কয়েকটি আয়াত পাঠ করে, তখন তারা মনে করে কুরআনের আয়াত পাঠ করছে এবং তারা সাথে সাথেই সমালোচনা করছে এবং তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
পথচারীদের মতামত প্রদানের পর যখন তাদেরকে বলা হয় যে, তারা কুরআন পাঠ না করে ইঞ্জিল পাঠ করেছে। এ কথা শুনে তারা অতি বিস্মিত হয়। অনেকে বুঝতে পারে না এ পরিস্থিতিতে তারা কি বলবে এবং অনেকে বিশেষ করে মধ্যবয়স্করা ক্রুদ্ধ হয়ে দ্রুত চলে যায়।
অবশ্য, যে সকল খৃষ্টান তাদের গ্রন্থকে পাঠ করেছেন, তারা বিস্মিত হয়নি।


মুসলমানদের পাশে খ্রিষ্টান ও ইহুদীরা
কিছু খ্রিষ্টান ও ইহুদী পথচারীরা, মুসলমানদেরকে সমর্থন করে বলেছেন: নিরীহ মুসলমানদের বৈষম্য ও কুসংস্কার স্বীকার হচ্ছে।
তাদের মধ্যে একজন বলেছেন: আমরা সকলেই সমান। আমার কাছে এটি গুরুত্বপূর্ণ নয় যে, একজন মানুষ কোন ধর্মের অনুসারী। বরং তার ব্যক্তিত্ব ও আচরণই আমার নিকট গুরুত্বপূর্ণ। আমি ভালো মানুষদের পছন্দ করি এবং খারাপ মানুষদের পছন্দ করিনা।
জনগণের নিকট এ ভিডিওটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। এ ভিডিওটি করিম মুতাওয়ালী ইউটিউবের নিজস্ব পেজে পোষ্ট করেছেন এবং এর মাধ্যমে ইসলাম ধর্মের সঠিক রূপ সকলের নিকট তুলে ধরেছেন।
3469360

captcha