IQNA

ফরাসি তরুণী বললেন, কোরআন শান্তির বার্তা বহন করে

23:05 - July 13, 2021
সংবাদ: 3470310
তেহরান (ইকনা): প্যারিসের গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন ফ্রান্সের আলোচিত তরুণী মিলা। গত শুক্রবার (৯ জুলাই) পরিদর্শনকালে তাঁকে পবিত্র কোরআনের ফরাসি ভাষায় অনূদিত একটি কপি উপহার দিয়েছেন মসজিদের ইমাম শামসুদ্দিন হাফিজ।

মতপ্রকাশের অধিকারের দাবীতে মিলা (১৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ও পবিত্র গ্রন্থ কোরআনের নিন্দা করে একটি ভিডিও পোস্ট করে। ফলে নানা রকম হুমকি ও হয়রানির মুখোমুখী হতে হয় এই ফরাসি তরুণীকে। ইসলাম বিদ্বেষমূলক একটি ভিডিও পোস্ট করায় তাকে স্কুলও পরিবর্তন করতে হয়। এরপর গত ৮ জুলাই মিলাকে হয়রানির দায়ে ১১ জনকে দোষী সাব্যস্ত করে জরিমানাসহ বিভিন্ন শাস্তির কথা জানায় দেশটির আদালত। কিন্তু পরদিনই মিলা প্যারিসের বৃহত্তম গ্র্যান্ড মসজিদের পরিদর্শনে আসেন।

মসজিদের ইমাম থেকে পবিত্র কোরআনের অনুবাদের একটি কপি উপহার পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন মিলা। তিনি সাংবাদিকদের জানান, ‘এটি শান্তির বার্তা বহন করে, যা আমাদের সবার জন্য খুবই প্রয়োজন।’ মসজিদের পরিদর্শনের এই ভ্রমণ ‘সব জটিলতা দূর করতে নতুন একটি সুযোগ’ তৈরি করবে বলে তিনি জানান।

কঠোর নিরাপত্তার মধ্যে মিলাকে প্যারিসের শতবর্ষের মসজিদে ঘুরে ঘুরে দেখিয়েছেন সেখানকার ইমাম হাফিজ। মসজিদের মূল স্থান, মিনরা, পার্কসহ আশপাশের বিভিন্ন স্থান দেখিয়ে মিলার সামনে এগুলোর গুরুত্ব তুলে ধরেন ইমাম।

দুই ঘণ্টা ব্যাপী মসজিদ পরিদর্শন শেষে ইমাম হাফিজ জানান, ‘প্যারিসের ঐতিহ্যবাহী মসজিদের দরজা সবার জন্য উম্মুক্ত। আমরা তাঁকে ইসলামের সঠিক চিত্র দেখাতে চেয়েছি। আমি বিশ্বাস করি যে মিলা যে কঠোর বাক্যের কারণে অনেকের সমালোচিত হয়েছেন তা হয়ত অনলাইন বুলিংয়ের সুনির্দিষ্ট কিছু কনটেন্টের ভিত্তিতে ছিল।’

২০২০ সালে ইসলামের বিরুদ্ধে তার বেশ কিছু ভিডিও প্রকাশের পর অচেনা এই স্কুল শিক্ষার্থী ফ্রান্সে তুমুল পরিচিতি পান। তার সমর্থকরার তাকে বাকস্বাধীনতার সাহসী যোদ্ধা হিসেবে মনে করে। অপরদিকে ইসলামের প্রতি বিদ্বেষ ও উস্কানিমূলক পোস্ট ও ভিডিও কন্টেন্ট তৈরি করায় অনেকে তাঁর তীব্র সমালোচনা করেন। শুধু ইসলাম নয়, বরং কোনো ধর্মকে সে পছন্দ করে না বলে মিলা জানান। ইতিমধ্যে তিনি বাকস্বাধীনতা নিয়ে ‘আই অ্যাম দ্য প্রাইস অফ ইউর ফ্রিডম’ নামে একটি বই লিখেন। সূত্র : স্ট্র্যাটস টাইমস

captcha