IQNA

লেবাননে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনি অনুষ্ঠান + ছবি

19:20 - July 18, 2021
সংবাদ: 3470348
তেহরান (ইকনা): লেবাননের কুরআন সোসাইটি অফ জাস্টিফিকেশন অ্যান্ড গাইডেন্সের পৃষ্ঠপোষকতায় শুক্রবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বৈরুতে “উলাল ক্বিবলাতাইন” শিরোনামে আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের রাজধানী বৈরুতে প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৬ই জুলাই শুক্রবার সেদেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিশেষ করে হিজুবল্লাহর কার্যকারী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফি আদ-দ্বীনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরাল্লাহর তত্ত্বাবধানে পরিচালিত লেবাননের কুরআন সোসাইটি অফ জাস্টিফিকেশন অ্যান্ড গাইডেন্স। এর তত্ত্বাবধায়নে প্রথম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে।

“উলাল ক্বিবলাতাইন” আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১০ম জুলাই অনুষ্ঠিত হয়েছে এবং ১৬ই জুলাই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শীর্ষ স্থানে উত্তীর্ণদের নাম ঘোষণার মাধ্যমে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব ৩য় জুলাই বিশ্বের ৪০টি দেশের ৩২২ জন ক্বারির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দশ জন ক্বারি চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন।

উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থানের অধিকারী হয়েছেন ইরাকের প্রতিনিধি আসামা আব্দুল্লাহ আল-কারবালায়ী, দ্বিতীয় স্থানের অধিকারী হয়েছেন লেবাননের মুহাম্মাদ আলী ক্বাসেম এবং তৃতীয় স্থানের অধিকারী হয়েছেন ইরানের মাজিদ ইনানপুর।
সমাপনি অনুষ্ঠানের কিছু ছবি তুলে ধরা হল:
iqna

 

captcha