IQNA

ইমাম মুসা কাজিম (আ.)-এর মাজারে ম‌্যাক্রোঁন + ভিডিও

20:16 - August 29, 2021
সংবাদ: 3470579
তেহরান (ইকনা): বাগদাদে যৌথ সম্মেলনে যোগ দিতে ইরাক সফরের সময় ফরাসি প্রেসিডেন্ট ইরাকি প্রধানমন্ত্রীর সঙ্গে ইমাম মুসা কাজিম (আ.)-এর পবিত্র মাজারে প্রবেশ করেন।

ইরাক সফরকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম‌্যাক্রোঁন ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে ইমাম মুসা কাজিম (আ.)-এর পবিত্র মাজারে প্রবেশ করেন।

ইরাকি প্রধানমন্ত্রীর তথ্য অফিস রবিবার (২৯শে আগস্ট) সকালে ঘোষণা করেছে, আজ সন্ধ্যায় ইরাকের প্রধানমন্ত্রী আল-কাজিমী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন বাগদাদের অদূরে কাযেমাইন শহরে ইমাম মুসা কাজিম (আ.) এবং ইমাম মুহাম্মাদ জাওয়াদ (আ.)এর পবিত্র মাযার জিয়ারত করেছেন। এসময় তারা এই পবিত্র মাযারের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবং মাজারের লাইব্রেরি পরিদর্শন করেন।

আরব, আঞ্চলিক এবং আন্তর্জাতিক দেশগুলোর অংশগ্রহণে শনিবার "সহযোগিতা ও অংশীদারিত্বের জন্য বাগদাদ সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শীর্ষক সম্মেলনে সিরিয়া ব্যতীত ইরাকের প্রতিবেশী দেশসমূহ তথা ইরান, মিশর, কাতার, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব এবং ফ্রান্স অংশগ্রহণ করেছে। নেয়। প্রতিবেশী দেশসমূহ বিশেষ করে সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী প্রজাতন্ত্র ইরান এই সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী ছিল। ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সভাপতিত্বে ইরানি প্রতিনিধি দল এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। iqna

 

captcha