IQNA

আরবাইনের পদযাত্রায় আয়াতুল্লাহ হাকিমের (রহ.) অংশগ্রহণ + ভিডিও ও ছবি

21:59 - September 04, 2021
সংবাদ: 3470611
তেহরান (ইকনা): প্রতি বছর আরবাইন তথা ইমাম হুসাইন (আ.) চেহলুম উপলক্ষে কোটি কোটি আশেকানে হুসাইন পায়ে হেটে ইরাকের নাজাফ থেকে কারবালায় ইমাম হুসাইন (আ.)এর মাযার জিয়ারত এবং আজাদারী করতে যান।

এই পদযাত্রা সেদেশের বিশিষ্ট আলেম মরহুম আয়াতুল্লাহ হাকিমের (রহ.) অংশগ্রহণ করতেন। তারই একটি ভিডিও আজ ইরাকের সামাজিক মিডিয়া ব্যবহারকারীরা প্রকাশ করেছে।

আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদ হাকিম ১৩৫৪ হিজরির ৮ম জ্বিলক্বাদে ইরাকের নাজাফ আশরাফে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ আলী তাবাতাবাই হাকিম।

শৈশব থেকে তাঁর জ্ঞান অর্জনের প্রতি বিশেষ আকর্ষণ ছিল এবং একারণে তিনি তার পিতার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তিনি তাঁর সম্মানিত পিতা হযরত আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ আলী তাবাতাবাই হাকিম, আয়াতুল্লাহ মীর্জা সাইয়্যেদ হাসান বাজনুরদী এবং আয়াতুল্লাহ শেখ আব্দুল হুসাইন হিল্লীর নিকটে জ্ঞান অর্জন করেছন। এছাড়াও উসুল এবং ফিকাহ শাস্ত্র আয়াতুল্লাহ শেখ মোহাম্মাদ হুসাইন ইসফাহানী নিকটে অর্জন করেছন।

ইরাকের কালো অধ্যায়ের অত্যাচারী শাসক সাদ্দাম হোসেনের শাসনামলে তিনি টানা আট বছর কারাবন্দী ছিলেন। বিখ্যাত আলেম আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আব্দুল কাসেম খুইয়ি (রহ.) মৃত্যুর পর তিনি মারজায়ে তাকলিদ হন।

তিনি ২৪টি গুরুত্বপূর্ণ বই লিখেছেন যা ৪০ খণ্ডেরও অধিক হবে। তার এসকল বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে।

বিশ্বখ্যাত এই আলেমের নাজাফ, কোম, দামেস্ক এবং বৈরুতে অফিস রয়েছে।

বিশিষ্ট এই আলেম আরবাইনের পদযাত্রার অনুষ্ঠানকে পুনরুজ্জীবিত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়াও সাদ্দাম হোসেনের শাসনামলে অন্যায়ের প্রতিবাদ করার জন্য বন্দী হয়েছিলেন। ইরাকি জনগণের ধর্মীয় নির্দেশনার ক্ষেত্রে ফিকহ, উসুল এবং অনেক ধর্মীয় বই লিখেছেন।

আজ শনিবার পবিত্র নাজাফ ও কারবালা শহরে আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে।

নীচের ভিডিওতে আরবাইনের পদযাত্রায় আয়াতুল্লাহ মোহাম্মদ সাঈদ আল-হাকিমের উপস্থিতি দেখতে পাবেন।

 

নীচের ছবিতে আয়াতুল্লাহ মোহাম্মদ সাঈদ আল-হাকিমের তাবলিগের জন্য সিরিয়া এবং ব্রিটেনে ভ্রমণসহ আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণের কিছু ছবি উপস্থাপন করা হল। iqna

 

captcha