IQNA

কারবালায় তাওয়াফ করা হল আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ হাকিমের মরদেহ + ছবি ও ভিডিও

19:29 - September 04, 2021
সংবাদ: 3470612
তেহরান (ইকনা): সাইয়্যেদুশ শুহাদা আবা আব্দিল্লাহ আল-হুসাইন (আ.)-এর পবিত্র মাযার তাওয়াফ করানোর জন্য ইরাকের বিখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদ হাকিমের মরদেহ আজ নাজাফ আশরাফ থেকে কারবালায় স্থানান্তরিত করা হয়েছে। তাওয়াফ শেষ আবারও দাফনের জন্য নাজাফ আশরাফে তার মরদেহ ফিরিয়ে নেওয়া হয়।

ইরাকের অন্যতম জ্যেষ্ঠ শিয়া নেতা আয়াতুল্লাহ-উল-উজ মা সাইয়্যেদ সাঈদ আল-হাকিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার নিজ শহর নাজাফের আল হায়াত হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এসময় লক্ষাধিক ভক্ত তাকে শেষ বিদায় জানাতে নাজাফে আশরাফ এবং কারবালায় উপস্থিত হন। শিয়া নেতা আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের জানাজায় আজ শ্রদ্ধা জানিয়েছেন কারবালার লক্ষাধিক ভক্ত।

আজ শনিবার পবিত্র নগরী নাজাফ ও কারবালা শহরে তার দুটি জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের মৃত্যুতে ইরাক সরকার সারাদেশে একদিনের শোক ঘোষণা করেছে। আর নাজাফ শহরের মেয়রও এ শহরে তিন দিনের শোক ঘোষণা করেন।

ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক বিবৃতিতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। লেবাননের হিজবুল্লাহও সাইয়্যেদ সাঈদ আল-হাকিমের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি আয়াতুল্লাহ হাকিমের মৃত্যুকে ইসলামী বিশ্বের জন্য একটি বড় ক্ষতি বলে অভিহিত করেছেন। লেবানন শিয়াদের সর্বোচ্চ ইসলামী পরিষদ এবং লেবাননের পার্লামেন্টের স্পিকারও গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে।

এছাড়াও ইরাকের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের পাশাপাশি কুয়েতের আমিরও আয়াতুল্লাহ সাইয়্যেদ মোহাম্মদ সাঈদ আল-হাকিমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

১৯৩৬ সালে নাজাফে জন্মগ্রহণকারী আল-হাকিমকে ইরাকের অন্যতম শিয়া ধর্মীয় নেতা হিসেবে বিবেচনা করা হতো। আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ সাঈদ আল-হাকিম প্রখ্যাত শিয়া আলেম আয়াতুল্লাহ-উল-উজমা সাইয়্যেদ আলী সিস্তানিসহ নাজাফ শহরের বিখ্যাত হাওজায় শিক্ষকতা করা চারজনের মধ্যে তিনি একজন ছিলেন।  iqna

 

 

 

captcha