IQNA

আরবাইনের স্বাস্থ্যসেবা পরিকল্পনা ঘোষণা করলেন কারবালার কর্তৃপক্ষের

20:39 - September 15, 2021
সংবাদ: 3470675
তেহরান (ইকনা): ইরাকের পবিত্র নগরী কারবালার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শীঘ্রই ইমাম হুসাইন (আ.)এর আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণকারী এবং জিয়ারতকারীদের জন্য বিশেষ স্বাস্থ্য পরিকল্পনার বিবরণ ঘোষণা করবেন।

কারবালা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আদ্দি আল-সালামি জানিয়েছেন: এই বিভাগের পক্ষ থেকে জিয়ারতকারীদের স্বাস্থ্যমূলক সেবার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছ। এছাড়াও আরও উন্নত সেবা প্রদানের জন্য কাজ করা হচ্ছে।

তিনি বলেন: মনিটরিং টিম বিদেশি জিয়ারতকারীদের জন্য বিভিন্ন হোটেলে বিশেষ টিকা কার্ড পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।

কারবালা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আরও বলেন: কারবালা প্রদেশের স্থানীয় সরকার আরবাইন অনুষ্ঠান এবং জিয়ারতকারীদের স্বাস্থ্যসেবা পরিকল্পনার জন্য আর্থিক ও কৌশলগত তহবিল বরাদ্দ করার প্রতিশ্রুতি দিয়েছে।

গত সপ্তাহে, কারবালা স্বাস্থ্য কর্তৃপক্ষ ইরাকের অভ্যন্তরের এবং বিদেশী জিয়ারতকারীদের জন্য আরবাইনের পদযাত্রায় অংশগ্রহণের জন্য টিকা কার্ডের প্রয়োজনীয়তার বিষয় অস্বীকার করেছে। এব্যাপারে আদ্দি আল-সালামি এক বিবৃতিতে বলেন: দেশি বা বিদেশি জিয়ারতকারীদের জন্য টিকা কার্ডের প্রয়োজন হবে কিনা সে বিষয়ে এখনও পর্যন্ত আমরা কোনো নির্দেশনা জারি করি নি।

তিনি বলেন: আমরা স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য জাতীয় কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি । তাদের সিদ্ধান্তগুলি বাস্তবায়িত করা হবে। iqna

captcha