IQNA

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র;

সীমান্তের কাছে ইসরাইলের উপস্থিতিও সহ্য করবো না

20:02 - September 28, 2021
সংবাদ: 3470738
তেহরান (ইকনা): সীমান্তের কাছে দখলদার ইসরাইলের উপস্থিতি ইরান সহ্য করবে না। এ কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
তিনি আজ মঙ্গলবার বলেছেন, উত্তর-পশ্চিম সীমান্তের কাছে যে মহড়ার আয়োজন করা হয়েছে তা সার্বভৌমত্বের সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয়। গোটা অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইরান নিজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলে জানান খাতিবজাদে।  পার্সটুডে
 
আজারবাইজানের প্রেসিডেন্টের সাম্প্রতিক এক মন্তব্যের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আজারবাইজানের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। এ অবস্থায় এ ধরণের মন্তব্য বিস্ময়কর। 
 
খাতিবজাদে বলেন, ইরান সব সময় অন্যের ভূখণ্ড দখলের বিরোধিতা করে এসেছে। সব দেশের ভৌগোলিক অখণ্ডতা এবং আন্তর্জাতিক সীমানার প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানায় তেহরান। একইসঙ্গে তিনি সব প্রতিবেশী রাষ্ট্রকে প্রতিবেশীর অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান।
 
খাতিবজাদে আরও বলেন, ইরানের সীমান্তের কাছে ইসরাইলের প্রতীকী কোনো উপস্থিতিও সহ্য করা হবে না। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে যা কিছু করা দরকার তার সবই করা হবে।iqna     
 
captcha