IQNA

ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী: পরিপূর্ণ নিরাপত্তা মাধ্যমে আরবাইনের শোকানুষ্ঠান সম্পন্ন হয়েছে

20:34 - September 29, 2021
সংবাদ: 3470746
তেহরান (ইকনা): ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছেন: ইমাম হুাসাইন (আ.)এর পবিত্র আরবাইনের শোকানুষ্ঠান পরিপূর্ণ নিরাপত্তার মাধ্যমে এবং কোন প্রকার ত্রুটি ছাড়াই সম্পন্ন হয়েছে। 
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী এবং আরবাইনের নিরাপত্তা পরিকল্পনার প্রধান ওসমান আল-ঘানিমি ঘোষণা করেছেন: আবা আব্দুল্লাহ আল-হুসাইন (আ.)-এর মাজার জিয়ারতকারীদের নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত পর্যায় পৌঁছেছে।
 
মঙ্গলবার প্রকাশিত এই বিবৃতিতে তিনি বলেন: জিয়ারতকারীদের নিজ প্রদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সকল জিয়ারতকারী পবিত্র নগরী কারবালা ত্যাগ না করা পর্যন্ত নিরাপত্তা ইউনিট তাদের দায়িত্ব পালন করতে যাবে। 
 
ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান আল-ঘানিমি গুরুত্বারোপ করে বলেন: ইমাম হুসাইন (আ.)এর জিয়ারতকারীদের নিরাপত্তা পরিকল্পনা ফিল্ড কমান্ডারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছে এবং নিরাপত্তা ত্রুটির বিষয়ে কোথাও কোন রেকর্ড করা হয়নি। 
আরবাইন উপলক্ষে এ বছর ইরাকের অভ্যন্তর এবং বিদেশ থেকে ১ কোটি ১৬ লাখের অধিক জিয়ারতকারী কারবালায় উপস্থিত হয়েছেন। 
 
করোনাভাইরাসের প্রাদুর্ভাব থাকা সত্ত্বেও ইমাম হুসাইন (আ.)এর ভালোবাসার টানে সকলে কারবালায় সমবেত হয়েছেন। বিগত কয়েক সপ্তাহ যাবত জিয়ারতকারীরা একত্রিত হয়ে পদযাত্রায় অংশ গ্রহণ করেছেন। আশ্চর্যের বিষয় হল, এখনও পর্যন্ত কোন জিয়ারতকারীর মধ্যে করোনাভাইরাসের আলামত পাওয়া যায় নি। 
 
কারবালা এমন একটি স্থান যেখানে শুধু করোনাভাইরাসই নয়; বরং বিভিন্ন রোগে আক্রান্ত রোগী আরোগ্য লাভের জন্য উপস্থিত হন এবং তারা সম্পূর্ণরূপে সুস্থ হয়ে সেখান থেকে ফিরে যান।  iqna
 

 

captcha