IQNA

সৌদি আরব কোরদাহির মতামতের অপব্যবহার করে হিজবুল্লাহকে টার্গেট করেছে

20:36 - November 01, 2021
সংবাদ: 3470905
তেহরান (ইকনা): সিরিয়ার লেখক দাবি করেছেন যে, রিয়াদ হিজবুল্লাহকে টার্গেট করার জন্য ইয়েমেন সম্পর্কে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহির বক্তব্যের অপব্যবহার করেছে।
সিরিয়ার লেখক ও বিশ্লেষক মিশেল কালাঘাসি ৩০শে নভেম্বর রবিবার এক বক্তৃতায় বলেছেন, "পারস্য উপসাগরের কিছু দেশের সাথে সৌদি আরবের যোগদান অব্যাহত রাখার অর্থ হচ্ছে, লেবাননে অবরোধ এবং সেদেশের জনগণকে ক্ষুধার্ত রাখা।"
তিনি যোগ করেছেন: সৌদি আরব ব্যক্তিগতভাবে লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কারদাহিকে হিজবুল্লাহ ও লেবাননের সরকারকে টার্গেট করার জন্য অপব্যবহার করেছ। ইসরাইলের লক্ষ্য অর্জনের জন্য এটি সৌদি আরব করেছে।
 
এদিকে ইয়েমেন যুদ্ধ সম্পর্কে মন্তব্য করার জের ধরে লেবাননের সঙ্গে সৌদি আরবের কূটনীতিক টানাপড়েন সৃষ্টির পর লেবাননের তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি পদত্যাগের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এই ইস্যুতে পদত্যাগের প্রশ্নই ওঠে না।
 
কাতারের আল-জাজিরা টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে কোরদাহি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের সামরিক অভিযানের সমালোচনা করে বলেছেন, ইয়েমেনে এখন সৌদি আগ্রাসন বন্ধ করার সময় এসেছে। ইয়েমেন যুদ্ধকে তিনি 'বাজে যুদ্ধ' বলে মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন আরব দেশগুলোর মধ্যে যুদ্ধকে তিনি সমর্থন করেন না। তিনি আরো বলেছিলেন যে, ইয়েমেনে সামরিক বাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা বাইরের আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করছেন।
 
তার এই মন্তব্যের পর সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। একই পথ অনুসরণ করেছে বাহারাইন এবং কুয়েত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতও লেবাননের বিরুদ্ধে কূটনৈতিক ব্যবস্থা নেয়ার কথা চিন্তা করছে বলে জানিয়েছে।
 
পারস্য উপসাগরীয় আরব দেশগুলো যখন লেবাননের বিরুদ্ধে প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে তখন জর্জ কোরদাহি বৈরুতভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাদিদকে বলেছেন যে, সরকার থেকে পদত্যাগের প্রশ্নই ওঠে না। iqna
captcha