IQNA

ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে ইমাম হাসান মুজতবা (আ.) প্রাঙ্গণ নির্মাণ

3:55 - November 23, 2021
সংবাদ: 3471022
তেহরান (ইকনা): কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারে ইমাম হাসান মুজতবা (আ.) নামক নতুন প্রাঙ্গণের নির্মাণ প্রকল্পের শুরু হয়েছে। নতুন এই প্রাঙ্গণটি ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজারের দক্ষিণ-পূর্ব দিকে নির্মিত হচ্ছে।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাজারের দক্ষিণ-পূর্ব দিকে বাব আল-ক্বিবলার দিকে ইমাম হাসান মুজতাবা (আ.) নামক নতুন প্রাঙ্গণটি নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্পটি বাইনুল হারামাইন সম্প্রসারণ প্রকল্পের আওতাধীন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলে অভিহিত করা হয়েছে।
 
এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার হোসেন রেজা মেহেদী বলেছেন: ইমাম হাসান মুজতাবা (আ.) নামক প্রাঙ্গণের নির্মাণের কাজ আগামী দুই মাসের মধ্যে কার্যনির্বাহী পর্যায়ে প্রবেশ করবে। বর্তমানে এই স্থানে যেসকল ভবন রয়েছে সেগুলো ভেঙ্গে ফেলা হচ্ছে।
 
তিনি বলেন: এই প্রাঙ্গণটি নির্মাণের উদ্দেশ্য হচ্ছে জিয়রতকারীদের অধিক সেবা প্রদান করা। একলক্ষ বর্গমিটার জায়গা এই প্রাঙ্গণটি তৈরি করা হবে। . নতুন উঠানের একটি গুরুত্বপূর্ণ ভৌগলিক অবস্থান রয়েছে। এই প্রাঙ্গণটি ইমাম হুসাইন (আ.) এর মাজারের বাব আল-ক্বিবলা বা কিবলা গেইটের কাছে অবস্থিত। এর পূর্ব দিকে ইমাম আলী (আ.) নামক রোড রয়েছে।
 
ইমাম হুসাইন (আ.)-এর পবিত্র মাজার প্রকৌশল ও কারিগরি প্রকল্প পরিচালনা করে জিয়রতকারীদের জন্য আরও অধিক সুযোগ-সুবিধা প্রদানের জন্য এবং বিভিন্ন অনুষ্ঠানে তাদের সর্বোত্তম পরিষেবা প্রদানের লক্ষ্যে এই সম্প্রসারণের কাজ বাস্তবায়ন করা হচ্ছে।  iqna
 
 

 

captcha