IQNA

ইরাকের প্রেসিডেন্ট

শহীদ সোলাইমানি কঠিন মুহূর্তে ইরাকি জনগণের সাহায্যে ছুটে এসেছে

20:15 - January 05, 2022
সংবাদ: 3471239
তেহরান (ইকনা): ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, তার দেশ যখন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কঠিন লড়াইয়ে লিপ্ত ঠিক সেই মুহুর্তে সাহায্য নিয়ে ছুটে এসেছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ফোর্সের তৎকালীন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি।

ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আয়োজিত জেনারেল সোলাইমানির স্মরণসভায় আজ (বুধবার) একথা বলেন ইরাকি প্রেসিডেন্ট। ২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী বাহিনী ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের সেকেন্ড-ইন-কমান্ড আবু মাহদি আল-মুহান্দিসকে  হত্যা করে। ওই হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে এবার।

 

আজকের স্মরণসভায় ইরাকের প্রেসিডেন্ট আরো বলেন, “আজকে আমরা এমন একটি সভায় মহাবিজয়ী নেতাদের প্রতি সম্মান জানাতে এখানে মিলিত হয়েছি যেসব নেতা উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আমরা গর্বের সাথে দায়েশের এর বিরুদ্ধে লড়াই ও তাদের নানামুখী ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়ার বিজয়কে স্মরণ করি। আমরা দায়েশের বিরুদ্ধে বিশাল বিজয় অর্জন করেছি এবং যেসব ধর্মীয় নেতা দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ফতোয়া দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাই। এই লড়াইয়ের প্রতি গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির সমর্থনের জন্য তাঁকেও ধন্যবাদ জানাই।”

 

২০১৪ সালের জুন মাসে আয়াতুল্লাহ আলী আল-সিস্তানি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের পক্ষে ফতোয়া দিয়েছিলেন এবং তার এ ফতোয়ার পর ইরাকে স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট গড়ে ওঠে।

 

এ সম্পর্কে প্রেসিডেন্ট বারহাম সালিহ আরো বলেন, “আমাদের দেশের সশস্ত্র বাহিনী এবং জনগণের পাশাপাশি ইরানের মহান কমান্ডার শহীদ কাসেম সোলাইমানি সেই লড়াইয়ে অংশ নিয়েছিলেন এবং ভয়াবহ সন্ত্রাসী গোষ্ঠীর বিপদ থেকে আমাদের দেশকে রক্ষার ক্ষেত্রে তিনি সহযোগিতা করেছেন। আমাদের দেশকে রক্ষা করার জন্য তিনি একটি কঠিন পরিস্থিতির মধ্যে ইরাকে এসেছিলেন। তিনি দায়েশবিরোধী লড়াইয়ে ইরাকের তরুণ যোদ্ধাদের পাশে থেকে লড়াই করেছিলেন।”

 

captcha