
বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ ও হাওযা ইলমিয়া কোমের প্রখ্যাত শিক্ষক আয়াতুল্লাহ আল-উজমা ‘সৈয়দ মুহাম্মাদ আলী আলাভি গোরগানী’ আজ (মঙ্গলবার, ১৫ মার্চ) তেহরান সময় বিকেল ৩টা ৪১ মিনিটে মহান প্রতিপালকের সান্নিধ্য লাভ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবনা
মহান এ মারজার দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি:
بسم الله الرحمن الرحیم
﴿الَّذِينَ تَتَوَفَّاهُمُ المَلَائِكَةُ طَيِّبِينَ يَقُولُونَ سَلامٌ عَلَيْكُمُ ادْخُلُوا الجَنَّةَ بِمَا كُنْتُمْ تَعمَلُونَ﴾
ফেরেশতা যাদের মৃত্যু ঘটায় পবিত্র অবস্থায় এই ব’লে যে, ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা যে আমাল করতে তার ফল হিসেবে জান্নাতে প্রবেশ কর।’ [নাহল : ৩২]
মেডিকেল টিমের কয়েকদিনের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে কিছুক্ষণ আগে (১৫:৪১) প্রখ্যাত আলেমে দ্বীন ও জনপ্রিয় ব্যক্তিত্ব এবং শিয়া বিশ্বের বিশিষ্ট মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ আল-উজমা আলাভি গোরগানী’র স্পন্দিত হৃদয় থেমে গেছে। আহলে বাইত (আ.)-এর প্রতি ভালোবাসায় পূর্ণ তার আত্মা তার দেহকে ত্যাগ করে মহান প্রভুর সান্নিধ্য লাভ করেছে।
তার ইন্তিকালে তার প্রিয় মাওলা হজরত বাকিয়াতুল্লাহিল আ’জাম (আজ্জালাল্লাহু ফারাজাহুশ শারিফ), ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা, আলেম সমাজ, হাওজা ইলমিয়া, ইরানের জনগণ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মারজা ভক্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
আয়াতুল্লাহ্ আল-উজমা আলাভি গোরগানী’র দপ্তর
২৪ ইসফান্দ ১৪০০
জানাযা’র কর্মসূচী
আয়াতুল্লাহ আল-উজমা আলাভি গোরগানী’র বাসভূমি ইরানের গোলেস্তান প্রদেশের গোরগান শহরে তার প্রথম জানাযা আগামীকাল বুধবার ১৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় জানাযা: আগামী বৃহস্পতিবার ১৭ মার্চ সকাল ১০টায় হজরত মাসুমা (সা. আ.)-এর মাজার সংলঘ্ন ইমাম হাসান আসকারি (আ.) মসজিদ থেকে জানাযা উত্তোলিত হয়ে হজরত মাসুমা (সা. আ.)-এর মাজার প্রাঙ্গনে তাঁর জানাযার নামায অনুষ্ঠিত হবে এবং এ দিনই তার দাফনকার্জ সম্পন্ন হবে।iqna