IQNA

জুমার খোতবা:

ইসলামি প্রজাতন্ত্র দিবসে তেহরানের জুমার খতিবের বক্তব্য

20:05 - April 01, 2022
সংবাদ: 3471646
তেহরান (ইকনা): ১৯৭৯ খ্রিষ্টাব্দের ১ এপ্রিলে ইরানে জনগণের সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে ধর্মভিত্তিক গণতন্ত্রসহ ইসলামি প্রজাতন্ত্র গঠিত হয়।
আজ ইসলামি প্রজাতন্ত্র দিবসের গৌরবোজ্জ্বল বার্ষিকী উপলক্ষে তেহরানের জুমার নামাজের খতিব দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন। তেহরানের জুমার খুতবায় মুহাম্মাদ জাওয়াদ হাজ আলি আকবারি বলেন: এ দিনের মতো ঐতিহাসিক ঘটনায় কোনো দেশের ইতিহাস সমৃদ্ধ নয়। পার্সটুডে
 
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.) বিপ্লবের আদর্শ ও লক্ষ্য অর্জনের জন্য জনগণকে ময়দানে নিয়ে এসেছিলেন। তাঁর প্রজ্ঞা, ন্যায়নিষ্ঠা, যৌক্তিক ও দূরদর্শি দিক-নির্দেশণার মধ্য দিয়ে বিশুদ্ধ মুহাম্মাদি ইসলাম সুসংবদ্ধ হয়। আলি আকবারি বলেন জনগণের প্রতি ইমাম খোমেনির দৃষ্টিভঙ্গি ছিল উম্মাহর প্রতি একজন ইমামের আলোকিত, পবিত্র এবং আধ্যাত্মিক দৃষ্টির মতো।
 
আজ ফার্সি ফারভারদিন মাসের ১২ তারিখ  মোতাবেক ১ এপ্রিল ইরানের ইসলামী প্রজাতন্ত্র দিবস। ১৯৭৯ সালের এই দিনে ইসলামী প্রজাতন্ত্র গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফল ঘোষণা করা হয়েছিল। ওই গণভোটে দেশের শতকরা ৯৮ ভাগ মানুষ ইসলামী প্রজাতন্ত্র গঠনের পক্ষে রায় দেয়। iqna
 
captcha