IQNA

রমযান মাসকে স্বাগত জানিয়ে সংগীত

13:30 - April 04, 2022
সংবাদ: 3471657
তেহরান (ইকনা): এলো রহমতের মাস রমযান। ইসলাম ধর্ম মতে, বান্দার সমস্ত পাপ কর্মকে জ্বালিয়ে পুড়িয়ে দেয় বলেই এ মাসকে  ‘রমযান’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।

রমযান মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে সারা পৃথিবীজুড়ে নেমে এলো এক আধ্যাত্মিক স্পন্দন। রুহানিয়াতের দোলায় বিশ্বের সব মুসলমানের চিত্ত হলো আলোকিত। রহমত, বরকত, নাজাতের পয়গান নিয়ে সূচিত হলো আত্মিক ও শারীরিক পরিশুদ্ধির মাস। খোশ আমদেদ মাহে রমযান।

পবিত্র রমযান মাস আগমন উপলক্ষে বিশিষ্টি ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খানের আরবি থেকে বাংলায় অনুদিত একটি সংগীত নীচে তুলে ধরা হল:

 

রমযান মাস স্বাগত জানিয়ে সংগীত ( রমযান বরণ সংগীত : ইয়া নূরাল  হিলাল রমাদন্ আক্ব বিল তা'য়াল্

হে নব চাঁদের আলো  , স্বাগতম , এসো হে রমযান্

গায়ক : লেবাননী শিল্পী মাহির যাইন্

ইয়া নূরাল হিলা-ল্ আক্ববিল্ তা'আ-ল্ ফাশ্ শওক্বু ত্ব-ল্

হে হিলালের (নতুন চাঁদ) জ্যোতি এসো এসো স্বাগতম তুমি

তোমার তরে মোদের সাধ ও আকাঙ্ক্ষা হলো যে দীর্ঘস্থায়ী

ওয়াল্ ক্বল্ বু সামা- নাহ্ ওয়াস্ সামা-- .... মুতারন্নিমান্

হৃদয় ঊর্ধ্ব গগণ পানে গেল উড়ে সুর মুর্চ্ছনা তুলে

লা- লা- তাংক্বদ্বী , আংতা লির্ রূহি দাওয়া-- '

না না , কভু গত হবে না তুমি , আত্মার  আরোগ্য ও উপশম যে তুমি

রমাদ্বন্ , রমাদ্বন্ রমাদ্বন্ ইয়া হাবী-ব্

রমযান , রমযান , রমযান হে হাবীব ( প্রিয় বন্ধু সুহৃদ )

রমাদ্ব -ন্ , রমাদ্ব-ন্ লাইতাকা

দওমান্ ক্বরী-ব্

রমযান , রমযান হায় যদি চিরকাল থাকতে মোদের সান্নিধ্যে তুমি

ফীকাল্ হুব্বু যা-দ্ 'আম্মাল্ 'ইবা-দ্

ইয়া- খই-র যা-দ্

তোমার তরে মোদের মহব্বত ( ও ভালোবাসা) পেয়েছে বৃদ্ধি

সকল বান্দার মাঝে হয়েছে তোমার ভালোবাসার বিস্তৃতি

হে রমযান , সর্বোত্তম পাথেয় যে তুমি

রমাদ্ব-ন্ ইয়া- শাহ্-র-ল্ ক্বুর'আ--ন্

ফীকা আযূক্বু হালাওয়াতাল্ ঈমা--ন্

রমযান , হে কুরআনের মাস , তোমার মাঝেই পাই ঈমানের স্বাদ আমি

 

লা-  লা- তাংক্বদ্বী , আংতা লির্ রূহি দাওয়া-- '

না না , কভু গত হবে না তুমি , আত্মার  আরোগ্য ও উপশম যে তুমি

রমাদ্বন্ , রমাদ্বন্ রমাদ্বন্ ইয়া হাবী-ব্

রমযান , রমযান , রমযান হে হাবীব ( প্রিয় বন্ধু সুহৃদ )

রমাদ্ব -ন্ , রমাদ্ব-ন্ লাইতাকা

দওমান্ ক্বরী-ব্

রমযান , রমযান হায় যদি চিরকাল থাকতে মোদের সান্নিধ্যে তুমি

কাম্ আহ্ওয়া-কা ইয়া-- শাহ্- র-স্ সিয়া--ম্

হে সিয়াম সাধনার মাস তোমার জন্য কতই না আগ্রহী ও উদগ্রীব আমি

আনা লান্ আংসা-কা ফাআংতা ফী ক্বল্-বী দা--য়িমান্

তোমারে কভু ভুলব না আমি , আমার হৃদয়ে চিরকাল আছ যে তুমি

তাম্-দ্বিল্ আইয়া--ম্ ওয়া দু'আ--ঈ কুল্লা 'আ--ম্

দিন সব গত হচ্ছে ও হবে , আর প্রতি বছর হবে মোর প্রার্থনা

রব্বী তাক্ব-ব্বাল্ না ইয়া- রব্বী বাল্লিঘ্না , বাল্লিঘ্না রমাদ্ব--ন্

প্রভো মোদেরকে কর কবুল তুমি

হে মোর প্রভু পৌঁছে দাও মোদের কাছে , রমযানকে পৌঁছে দাও মোদের কাছে তুমি ।

 

রমাদ্বন্ , রমাদ্বন্ রমাদ্বন্ ইয়া হাবী-ব্

রমযান , রমযান , রমযান হে হাবীব ( প্রিয় বন্ধু সুহৃদ )

রমাদ্ব -ন্ , রমাদ্ব-ন্ লাইতাকা

দওমান্ ক্বরী-ব্

রমযান , রমযান , হায় যদি চিরকাল থাকতে মোদের সান্নিধ্যে তুমি ।।

অনুবাদ :ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওলায় মুসলিমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
 

২রা রমযান , ১৪৪৩ হি.

captcha