
এ সময় চার লাখ ছয় হাজার মুসল্লি মহানবী (সা.)-এর পবিত্র রওজা জিয়ারতের সুযোগ পেয়েছেন। এ ছাড়া এই সময়ে মুসল্লিদের ভেতর ৪৫ লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে এবং তিন লাখ ৩৩ হাজার কনটেইনার পানি পান করার জন্য সরবরাহ করা হয়েছে।
করোনা মহামারির প্রকোপ শিথিল হওয়ায় দুই বছর পর এবার মসজিদ-ই-নববীতে মুসল্লিদের ইতিকাফের অনুমতি দেওয়া হয় এবং গণ-ইফতারের আয়োজন করা হয়।
রমজানে সাধারণ মুসল্লিদের মধ্যে ৫০ লাখ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়েছে। এ সময় দুই লাখ ৮৩ হাজার মুসল্লি মসজিদ-ই-নববীর ডিজিটাল সার্ভিস দ্বারা উপকৃত হয়েছেন। রমজান ও ঈদের সময় মসজিদ-ই-নববীতে চার লাখ ৭২ হাজার গাড়ি পার্কিংয়ের সুবিধা গ্রহণ করে।
সূত্র : আরব নিউজ