
তিনি বলেন: ইরানের চৌকষ সেনাদের মোকাবেলায় আধিপত্যবাদীরা ব্যর্থ হয়ে ওই হত্যাকাণ্ড চালিয়েছে। সন্ত্রাসী এই হামলার মধ্য দিয়ে শত্রুদের হতাশা সুস্পষ্ট হয়ে উঠেছে বলেও তিনি মন্তব্য করেন। ওমানের সুলতানের আমন্ত্রণে আজ (সোমবার) মাস্কাট সফরের প্রাক্কালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এই হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সাথে অনুসরণ করার জন্য তিনি ইরানের বিচার বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করার ওপর জোর দেন প্রেসিডেন্ট রায়িসি।
গতকাল (রোববার) সন্ধ্যায় কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করার সময় দুই মোটরসাইকেল আরোহী তাঁকে গুলি করে পালিয়ে যায়। ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তাঁর মাথায় এবং দুটি হাতে বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ইসলামি বিপ্লব বিরোধী সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড চালিয়েছে। আততায়ীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। iqna