
এ ঘটনায় বন্দুকধারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশ দেরি করেছিল বলে অভিযোগ উঠেছে।
বন্দুকধারীর সঙ্গে এক কক্ষে আটকে থাকা শিশুরা মরিয়া হয়ে ৯১১ এ কল করার সময় পুলিশ সদস্যরা স্কুলভবনের করিডোরে অপেক্ষা করছিলেন বলে খবর প্রকাশের পরে স্থানীয় জনমনে ক্ষোভ বাড়ছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোকাকূল পরিবারগুলোর সঙ্গে দেখা করতে রবিবার উভালডে গিয়েছেন। ফার্স্ট লেডি জিল বাইডেন প্রেসিডেন্টের সঙ্গে রব এলিমেন্টারি স্কুলে স্থাপিত অস্থায়ী স্মারকে যান। তারিা স্কুলের অধ্যক্ষ ম্যান্ডি গুতেরেজকে সান্ত্বনা দেন। প্রেসিডেন্ট বাইডেনের রবিবারই পরে এলাকাবাসীর একটি ক্যাথলিক প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। সূত্র: বিবিসি