IQNA

কুরআনের সূরাসমূহ/১০

সূরা ইউনুস; অস্বীকারকারীদের জন্য পবিত্র কুরআনের বড় চ্যালেঞ্জ

16:59 - June 17, 2022
সংবাদ: 3472003
তেহরান (ইকনা): নবীদের কাহিনী, বিশেষ করে ধর্ম অস্বীকারকারীদের সাথে তাদের মোকাবিলা করার ঘটনা পবিত্র কুরআনের আয়াতে বর্ণিত হয়েছে। সূরা ইউনুসের আয়াতগুলি এই ধরণের লোকদের, বিশেষ করে পবিত্র কুরআন অস্বীকারকারীদেরকে একটি কঠিন চ্যালেঞ্জের জন্য আমন্ত্রণ জানিয়েছে!

পবিত্র কুরআনে বেশ কয়েকটি সূরার নাম ঐশী নবীদের নামে রাখা হয়েছে, যার মধ্যে প্রথমটি হল সূরা ইউনুস। পবিত্র কুরআনে হযরত ইউনূসের(আ.) নাম চারবার এসেছে।

সূরা ইউনুস পবিত্র কুরআনের দশম সূরা যা একাদশ পারায় উল্লেখ করা হয়েছে। এই সূরাটি মাক্কী সূরা। এর মোট ১০৯টি আয়াত রয়েছে এবং পবিত্র কুরআন নাযিলের ক্রামনুসের এটি পঞ্চাশতম সূরা যা ইসলামের নবী (সা.)-এর উপর নাযিলের হয়েছে।

হযরত ইউনূসের (আ.) কাহিনী এবং তাঁর গোত্রের ঐশ্বরিক শাস্তি থেকে মুক্তির কাহিনী উল্লেখ থাকার কারণে এই সূরাটি “ইউনূস” নামে নামকরণের কারা হয়েছে।

হযরত ইউনূসের (আ.) কাহিনীতে বলা হয়েছে যে, এক গোত্রকে মহান আল্লাহর পথে হেদায়েত করার জন্য হযরত ইউনূস (আ.) তাদের নিকট যান। কিন্তু সেখান থেকে পালিয়ে গিয়ে একটি জাহাজে উঠেন। পরবর্তীতে সমুদ্রে থাকা অবস্থায় তিমি মাছ তাকে গিলে ফেলে। মহান আল্লাহর নির্দেশে তিনি সেখান থেকে মুক্তি পান এবং পরবর্তীতে তার গোত্রের নিকট ফিরে যান এবং গোত্রের লোকেরা তার প্রতি ঈমান আনেন।

এই সূরায় হযরত ইউনূসের (আ.) কাহিনী ছাড়াও অন্যান্য নবীদের কাহিনীও উল্লেখ করা হয়েছে। হযরত নূহের (আ.) কাহিনী, তাঁর জাহাজ নির্মাণ এবং নূহের (আ.) গোত্রদের বন্যায় প্লাবিত হওয়া; এছাড়াও হযরত মুসা (আঃ) কাহিনী এবং ফেরাউনকে আমন্ত্রণ জানানো, যাদুকরদের সাথে মোকাবিলা এবং সমুদ্র পার হওয়ার অলৌকিক ঘটনা এবং ফেরাউনদের ডুবে যাওয়ার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও মুশরিকদের মোকাবেলায় ইসলামের নবী (সা.)এর ধৈর্য ও সহনশীলতার কথাও উল্লেখিত রয়েছে। মুশরিকরা নবীর (সা.) অলৌকিক ঘটনা নিয়ে প্রশ্ন তোলে, বিশেষ করে পবিত্র কুরআনকে নিয়ে তারা সন্দেহ পোষণ করে, তাই পবিত্র কুরআন তাদেরকে নবীর (সা.) অলৌকিকতার মতো কিছু করার চ্যালেঞ্জ জানায়।

এই সূরার উদ্দেশ্য হল একেশ্বরবাদের বিষয়টিকে গুরুত্ব দেওয়া। কিছু মুফাসসিরের মতে, মুশরিকরা নবীর(সা.) ওহী ও অলৌকিক ঘটনা অস্বীকার করার পর এবং কুরআনকে জাদু বলার পর এই সূরাটি নাযিল হয়।

সূরা ইউনুসে আল্লাহ্‌র ক্ষমতার নিদর্শন প্রকাশ, আল্লাহ্‌র অস্তিত্ব প্রমাণের কারণ, ওহী, ভবিষ্যদ্বাণী এবং নবীদের পুনরুত্থান ইত্যাদি বিষয় উল্লেখিত রয়েছে।

এই সূরার আয়াতগুলোয় পৌত্তলিকদের একগুঁয়েমি ও হঠকারিতার কথা বলা হয়েছে এবং তাদেরকে মহান আল্লাহর পথে আমন্ত্রণ জানানো হয়েছে। 

 

সংশ্লিষ্ট খবর
captcha