IQNA

পরিবর্তন করা হলো পবিত্র কাবার গিলাফ

20:38 - July 30, 2022
সংবাদ: 3472205
তেহরান (ইকনা): কাবার গিলাফ পরিবর্তন একটি প্রাচীন ঐহিত্য। প্রতি বছর ৯ জিলহজ সকালে পরির্তন করা হতো কাবার গিলাফ। তবে এবার সেই নিয়মে পরিবর্তন এনে হিজরি নববর্ষের প্রথম দিন (শনিবার) কাবার গিলাফ পাল্টানো হয়েছে।

গিলাফ পরিবর্তনের সময় মসজিদুল হারামের পরিচালনা কর্তৃপক্ষের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস উপস্থিত ছিলেন। তার নেতৃত্বে গিলাফ পরিবর্তনের কাজে অংশ নিয়েছেন দুই শ’জন কর্মী।

মসজিদুল হারাম ও মসজিদে নববীর পরিচালনা পর্ষদের ঘোষণা অনুযায়ী হিজরি নববর্ষে কাবা রিফে উঠানো হলো নতুন গিলাফ। শুক্রবার মধ্যরাতে ৮৫০ কেজি ওজনের ‍গিলাফটি বহন করে নিয়ে যাচ্ছিলেন কর্মরতরা।

হিজরি নববর্ষকে স্মরণীয় করতে এবার নতুন উদ্যোগ নেয় সৌদি কর্তৃপক্ষ। ৬৫৮ বর্গমিটারের গিলাফটি তৈরিতে ৬৭০ কেজি কালো রেশম ব্যবহার করা হয়। ৪৭টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর নাম ও গুণাবলি। 4074395

 

 

 
captcha