IQNA

পুনরায় তুরস্ক ও ইসরাইলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন

18:13 - August 17, 2022
সংবাদ: 3472304
তেহরান (ইকনা): ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষণা অনুযায়ী, আঙ্কারা ও তেল আবিব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হতে যাচ্ছে।

ইহুদিবাদী শাসকের প্রধানমন্ত্রী ইয়ার লাপিডের কার্যালয় আজ এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইসরাইল এবং তুরস্ক সম্পূর্ণরূপে তাদের কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার এবং রাষ্ট্রদূত বিনিময় করার সিদ্ধান্ত নিয়েছে।
 
ইসরাইল ও তুরস্কের মধ্যে ফের পুরোদমে কূটনৈতিক সম্পর্ক চালু হচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বুধবার (১৭ আগস্ট) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। এর মাধ্যমে দেশ দুইটি রাষ্ট্রদূত নিয়োগ করতে যাচ্ছে।
 
এর আগে তুরস্ক সফরে যান ইয়ার লাপিদ। সেখানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যেপ এরদোয়ান ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলুর সঙ্গে বৈঠক করেন। এরপরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা এল।
 
বিবৃতিতে বলা হয়, গত এক বছরে ইসরাইল-তুরস্ক সম্পর্কের ইতিবাচক উন্নয়নের আলোকে, দুই দেশ পুরোদমে কূটনৈতিক প্রতিনিধিত্বে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
 
লাপিদ বলেন, তুরস্কের সঙ্গে সম্পর্ক স্থাপন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যেমন গুরুত্বপূর্ণ সম্পদ তেমনি ইসরাইলের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। আন্তর্জাতিক পরিসরে ইসরাইলের মর্যাদা বাড়ানোর কথাও জানান তিনি।
 
এদিকে এমন সংবাদের সত্যতা স্বীকার করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তেল আবিবে রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে ফিলিস্তিনিদের অধিকার ও জেরুজালেমের মর্যাদা রক্ষা করা হবে। 4078890
captcha