IQNA

ইরাক-ইরানে একই দিনে আরবাইন 

আয়াতুল্লাহ সিস্তানি আজ সফরের প্রথম দিন ঘোষণা করেছেন

11:29 - August 29, 2022
সংবাদ: 3472370
তেহরান (ইকনা): মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী ইরাকি শিয়া মারজা আয়াতুল্লাহ আল-উজমা সাইয়্যেদ আলী আল-হুসাইনী আস-সিস্তানীর কার্যালয় ২৯শে আগস্ট সোমবার সফর মাসের প্রথম দিন হিসেবে ঘোষণা করেছে। 
ইরাকে অবস্থিত আয়াতুল্লাহ সিস্তানির কার্যালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে: আজ সোমবার, ২৯শে আগস্ট, ২০২২, ১৪৪৪ হিজরির পহেলা সফর এবং আপনাদের (মু’মিনদের) নিকট হতে উত্তম দোয়া প্রত্যাশা করছি।
এই ঘোষণার পর স্পষ্ট হলো যে, এই বছর ইরান ও ইরাকে একই দিনে অর্থাৎ ১৭ই সেপ্টেম্বর, শনিবার ইমাম হুসাইন (আ.)এর আরবাইন তথা চেহলুম পালিত হবে।
এদিকে ইরাকি আহলে সুন্নত আওকাফ প্রশাসন গতকাল সফর মাসের প্রথম দিন ঘোষণা করেছে।
উল্লেখ্য যে, এর পূর্বে আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর এই বছর শুক্রবার ২৯শে জুলাই ইরাকে মহররম মাসের চাঁদ না দেখতে পাওয়ার কারণে ৩১শে জুলাই মহররম মাসের ১ তারিখ ঘোষণা করেছে। এ কারণে ইরাকে পবিত্র আশুরা একদিন পরে অনুষ্ঠিত হয়েছে। 4081565
 
captcha