IQNA

নিউ ইয়র্কের ব্ল্যাক স্কুলে মুসলিম খেলোয়াড়ের অর্থ দান

20:58 - November 30, 2022
সংবাদ: 3472908
তেহরান (ইকনা): সামাজিক দাতব্য কর্মসূচিতে সহযোগিতার জন্য বাস্কেটবল খেলোয়াড় কিরি আরভিং যুক্তরাষ্ট্রে খুবই পরিচিত। সম্প্রতি নিউ ইয়র্ক সিটির প্রাচীনতম ব্ল্যাক মুসলিম স্কুলে ৬০ হাজার মার্কিন ডলার দান করেছেন ব্রুকলিন নেটসের এ মুসলিম খেলোয়াড়।
মাধ্যমিকের সাবেক শিক্ষার্থী হামজা আবদুল মুমিত জানান, এই সপ্তাহে কিরি আরভিং আমার সাবেক স্কুলে এসে ৬০টি ব্যাগ দিয়েছেন। স্কুলটি নিউ ইয়র্ক সিটির পুরনো স্কুলগুলোর অন্যতম।
 
ইনসাইড দ্য নেট সূত্রে এ তথ্য জানা যায়।
ইসলাম গ্রহণের পর ২০২১ সালে প্রথমবার কিরি আরভিং রমজান মাসে রোজা পালনের ঘোষণা দেন। তখন তিনি এক বিবৃতিতে জানান, ‘সব প্রশংসা আল্লাহর জন্য। মুসলিম সমাজের সদস্য হিসেবে আমি ইসলামের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সব জাতি, সংস্কৃতি ও ধর্মের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ ও শ্রদ্ধাশীল। কিন্তু এবারের রমজানে আমি মুসলিম ভাই-বোনদের সঙ্গে রোজা পালনে অংশ নিচ্ছি। এটি আল্লাহর প্রতি আমার প্রতিশ্রুতি ও কর্তব্যের অংশ। আমি এমন কাজে অংশ নিতে পেরে খুবই কৃতজ্ঞ ও আনন্দিত।
 
’ সাতবারের অল-স্টার এবং দুইবারের অল-এনবিএ দলের এ তারকা সদস্য ২০১৬ সালে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন (এনবিএ)-এর চ্যাম্পিয়ন হয়েছিলেন। তা ছাড়া ২০১৬ সালে আরভিং যুক্তরাষ্ট্রের দলকে গ্রীষ্মকালীন অলিম্পিকে স্বর্ণপদক জিততে সহযোগিতা করেন। আরভিং অনেক বছর ধরে খাদ্য সহায়তা, কলেজ টিউশন পরিশোধসহ বিভিন্ন সামাজিক কাজে নানাভাবে সহযোগিতা করছেন।
 
সূত্র : ইনসাইড দ্য নেট

 

নাম:
ই-মেল:
* আপনার মন্তব্য:
captcha