IQNA

জায়নবাদীদের সাথে হিন্দু পুরোহিতের যোগসাজশ

2:02 - October 18, 2023
সংবাদ: 3474520
তেহরান (ইকনা): চরমপন্থী হিন্দু এক ধর্মযাজক বলেছে,  হিন্দু ও জায়নবাদীদের সাধারণ শত্রু হচ্ছে ইসলাম। এরকম অদ্ভূদ মতামতের জন্য সামাজিক মিডিয়ায় ব্যাপক প্রতিবা সৃষ্টি হয়েছে।
ইসরাইলের হয়ে যুদ্ধে যেতে চায় উগ্র হিন্দুত্ববাদী ধর্মীয় নেতা ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ! ভারতে শিবশক্তি ধাম দশনার পীঠধীশ্বর এবং শ্রী পঞ্চদশনাম জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ ইহুদিবাদী ইসরাইলের হয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার বার্তা দিয়েছে।  
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একটি ভিডিও বার্তায় ইসরাইলের ধর্মীয় নেতা ও নেতৃবৃন্দকে তাদের লড়াইয়ে তাকে এবং তার শিষ্যদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। সে মুসলিমদের নাম না করলেও মুসলিমদের টার্গেট করে বিদ্বেষপূর্ণ বার্তা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 
 
সে বলেছে, ইসরাইল এবং সনাতনীদের একই শত্রু। এই মুহূর্তে ভারতের জনগণ এই লড়াইয়ের জন্য প্রস্তুত নয়, তাই যারা যুদ্ধে যেতে চান ইসরাইলের উচিত তাদের লড়াইয়ে অন্তর্ভুক্ত করা। ইসরাইল যদি তাকে এবং তার শিষ্যদের তাদের ধর্মীয় বিশ্বাসের সাথে ইসরাইলে বাস করার অনুমতি দেয় তাহলে সে ইসরাইলের সাথে প্রত্যেকটি ফ্রন্টে লড়াই করবে এবং এই 'শয়তানী' মতাদর্শের অবসান ঘটাতে চেষ্টা করবে।
 
সে বলেছে, তার শিষ্যরা শান্তির সময়ে ইসরাইলের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করবে এবং যুদ্ধ ও জরুরি সময়ে অংশগ্রহণ করবে। মহামণ্ডলেশ্বর ইয়েতি নরসিংহানন্দ গিরি মহারাজ নিজেই আগামী সপ্তাহে দিল্লিতে ইসরাইলের দূতাবাসে যেয়ে তার মতামত উপস্থাপন করবে।
 
সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রহিন্দুত্ববাদী ইয়েতি নরসিংহানন্দের মতোই অনেক উগ্রহিন্দুত্ববাদী সরাসরি সে দেশে নিয়ে যুদ্ধে নামার অনুমতি চেয়ে নিয়মিত আবেদন করে চলেছে। এ দেশের সেনা-পুলিশ-আধা সামরিক বাহিনীতে যোগ না দিলেও ইসরাইলে গিয়ে যুদ্ধে নামার প্রবল ইচ্ছে তাদের।  
 
ভারতীয়দের একাংশের এমন আবেদনে চমকে গেছে ভারতে ইসরাইলের রাষ্ট্রদূত নাওর গিলন। না চাইতেই এমন সমর্থনে অভিভূত ইসরাইলের রাষ্ট্রদূত। ফিলিস্তিন নিয়ে ভারতের পুরনো অবস্থানকে অগ্রাহ্য করে যে ভাবে ইসরাইলকে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দলের লোকেরা, তাতে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি একটি গণমাধ্যমকে গিলন বলেই দিয়েছেন, ‘ভারত থেকে এত লোক স্বেচ্ছাসেবক হতে চেয়েছেন যে ইসরাইল আরও একটা আলাদা সেনাবাহিনী তৈরি করে ফেলতে পারে!’ ওই মন্তব্য অবশ্য কৃতজ্ঞতা না কটাক্ষ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ।
captcha