IQNA

আমেরিকায় তিন ফিলিস্তিনি ছাত্রের ওপর সশস্ত্র হামলা

0:14 - November 28, 2023
সংবাদ: 3474715
আমেরিকা (ইকনা): আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন ফিলিস্তিনি ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।কিছু সংবাদ সূত্র এই ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণার কারণে সৃষ্ট বলে অভিহিত করেছে।
আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে তিন ফিলিস্তিনি ছাত্র আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।কিছু সংবাদ সূত্র এই ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণার কারণে সৃষ্ট বলে অভিহিত করেছে।
ইউনিভার্সিটি অব ভার্মন্ট ক্যাম্পাসের কাছে গত শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন– হিশাম আওয়ারতানি (২০), তাহসিন আহমদ (২০) এবং কিন্নান আবদাল হামিদ (২০)।
 
গতকাল রোববার বার্লিংটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ওই শিক্ষার্থীরা একটি অনুষ্ঠানের জন্য বার্লিংটনে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। প্রসপেক্ট স্ট্রিট নামক একটি রাস্তায় হাঁটার সময় শ্বেতাঙ্গ এক বন্দুকধারীর মুখোমুখি হন তাঁরা। এ সময় ওই ব্যক্তি কথা না বলে পিস্তল বের করে চার রাউন্ড গুলি করে। ধারণা করা হচ্ছে, এরপর পায়ে হেঁটে পালিয়ে যায় ওই বন্দুকধারী।
 
পুলিশ আরও জানায়, তিনজন ছাত্রের মধ্যে দুজনের পরনে ছিল ঐতিহ্যবাহী ফিলিস্তিনি স্কার্ফ কেফিয়াহ। দুজনের কাঁধে এবং একজনের পায়ে গুলি করা হয়।
 
পুলিশ প্রধান জন মুরাদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ফোনকল পেয়ে ভার্মন্ট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে গুলিতে আহত তিনজন শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ। ভুক্তভোগীদের ভার্মন্ট মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহত শিক্ষার্থীদের সবাই চিকিৎসা সেবা পাচ্ছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা কিছুটা ভালো, কিন্তু একজনের অবস্থা আশঙ্কাজনক।
 
বন্দুকধারীকে শনাক্ত করা যায়নি। এ ঘটনার তদন্ত চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
 
এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি ছাত্রদের লক্ষ্য করে গুলি চালানোর তীব্র নিন্দা করেছে।
 
অক্টোবরের মাঝামাঝি সময়ে, ইলিনয়ে একজন ফিলিস্তিনি শিশুকে হত্যা করা হয় এবং পুলিশ ৭১ বছর বয়সী একব্যক্তির বিরুদ্ধে শিশু (৬ বছর বয়সী) এবং তার মায়ের (৩২ বছর বয়সী) বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ করার অভিযোগ এনেছে।
captcha