ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক ক্বারি হাদী মোহায়েদ আমিন সূরা যুমার ৭৩ থেকে ৭৫ নম্বর আয়াত এবং সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসীর শাহাদাতের স্মরণে অনুষ্ঠিত এক মাহফিলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের আন্তর্জাতিক ক্বারি হাদী মোহায়েদ আমিন সূরা যুমার ৭৩ থেকে ৭৫ নম্বর আয়াত এবং সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত তিলাওয়াত করেছেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানটি ইমাম খোমেনী (রহ.) কমপ্লেক্সে ২৯শে মে বুধবার হোসাইনিহ আল-জাহরা (স. আ.) অনুষ্ঠিত হয়েছে।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِیمِ
به نام خداوند رحمتگر مهربان
وَسِیقَ الَّذِینَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَیْکُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِینَ ﴿۷۳﴾
যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর।
وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِی صَدَقَنَا وَعْدَهُ وَأَوْرَثَنَا الْأَرْضَ نَتَبَوَّأُ مِنَ الْجَنَّةِ حَیْثُ نَشَاءُ فَنِعْمَ أَجْرُ الْعَامِلِینَ ﴿۷۴﴾
তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তাঁর ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এ ভূমির উত্তরাধিকারী করেছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। মেহনতকারীদের পুরস্কার কতই চমৎকার।
وَتَرَى الْمَلَائِکَةَ حَافِّینَ مِنْ حَوْلِ الْعَرْشِ یُسَبِّحُونَ بِحَمْدِ رَبِّهِمْ وَقُضِیَ بَیْنَهُمْ بِالْحَقِّ وَقِیلَ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِینَ ﴿۷۵﴾
আপনি ফেরেশতাগণকে দেখবেন, তারা আরশের চার পাশ ঘিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষনা করছে। তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে। বলা হবে, সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর।
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِیمِ
به نام خداوند رحمتگر مهربان
مِنَ الْمُؤْمِنِینَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَیْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ یَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِیلًا ﴿۲۳﴾
বিশ্বাসীদের মধ্যে কতক এমন পুরুষও আছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিজ্ঞা পূর্ণ করেছে, এবং তাদের মধ্যে কতক (শাহাদাতবরণ করে) তাদের প্রতিশ্রুতিকে পূর্ণ করেছে এবং তাদের মধ্যে এমন কতক আছে যারা প্রতীক্ষায় রয়েছে; এবং তারা (তাদের অঙ্গীকার) পরিবর্তন করেনি।