IQNA

‘হামলার আকার-আকৃতি বৃদ্ধি পাবে’

উত্তর ইসরাইল ত্যাগ করো নতুবা মৃত্যু: ইরাকি প্রতিরোধ সংগঠনের হুমকি

12:34 - June 16, 2024
সংবাদ: 3475613
ইকনা: উত্তর ইসরাইলে বসবাসরত সকল ইহুদিবাদীকে তাদের ঘরবাড়ি ত্যাগ করে অবিলম্বে দক্ষিণের দিকে সরে পড়ার আহ্বান জানিয়েছে ইরাকের একটি প্রতিরোধ সংগঠন। তা না হলে ইয়েমেনের সশস্ত্রবাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পূর্ণ-মাত্রার হামলা চালানোর হুমকি দিয়েছে সংগঠনটি।
শনিবার অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা।
 
ওই ক্লিপে সংগঠনটির মহাসচিব শেখ আকরাম আল-কাবি বলেছেন, “আমরা ইসরাইলের আরো বেশি কৌশলগত ও স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানোর সক্ষমতা রাখি। আমাদের হামলা আরো প্রসারিত হবে এবং আমরা আরো বেশি উদ্ভাবনী শক্তি ব্যবহার করে আরো দ্রুত ব্যাপকমাত্রায় হামলা চালাব।”
 
ভিডিওতে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি’র একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যেখানে তিনি বলছেন, “ইয়েমেনের সেনাবাহিনী ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের সঙ্গে মিলে দু’টি অভিযান চালিয়েছে। ইসরাইলের বিরুদ্ধে চালানো ওই সব হামলা সম্পূর্ণ সফল হয়েছে।”
 
ভিডিওতে হিব্রু ভাষায় উত্তর ইসরাইলে বসবাসরত ইহুদিবাদীদেরকে প্রাণে মারা পড়ার আগে দখলীকৃত ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
 
এর আগে শুক্রবার ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলন ইসরাইলের বন্দরনগরী হাইফায় ড্রোন হামলা চালানোর দায়িত্ব স্বীকার করে। গাজা উপত্যকার ওপর ইসরাইলের গণহত্যামূলক অভিযান বন্ধ না হওয়া  পর্যন্ত এ ধরনের হামলা চলতে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। পার্সটুডে
ট্যাগ্সসমূহ: ইরাক ، সন্ত্রাসী ، ইসরাইল ، হামলা
captcha